Advertisement
  • হোম
  • খেলা
  • সাত বছর পর ক্রিকেটে ফিরলেন সাবেক জিম্বাবুয়ান অধিনা...

সাত বছর পর ক্রিকেটে ফিরলেন সাবেক জিম্বাবুয়ান অধিনায়ক

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

আগামী মাসেই গ্রায়েম ক্রিমারের বয়স হবে ৩৯। সাধারণত এ বয়সে ক্রিকেটাররা খেলা ছেড়ে দেয়ার পরিকল্পনার কথা ভাবেন। সেখানে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ক্রিমার নিজেকে ক্রিকেটে ফিরিয়ে আনলেন। জিম্বাবুয়ের হয়ে সবশেষ ম্যাচ খেলার সাড়ে সাত বছর পর এখন নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর অভিযান শুরু করেছেন সাবেক এ অধিনায়ক। গত রোববার জিম্বাবুয়ের ন্যাশনাল প্রিমিয়ার লিগে ফেরেন এ লেগস্পিনার। ৪৫ ওভারের ম্যাচের টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই ৪৩ রানে ৪ উইকেট নেন এই তিনি। পরের ম্যাচেও শিকার করেন ৪৪ রানে ৪ উইকেট।

এদিন ক্রিমার বলেন, ‘ক্রিকেটে ফিরতে পারাটা অসাধারণ। কোয়েকোয়ে আমার ঘরের মাঠ ছিল অনেক বছর। এখানে আবার হাঁটতে পেরে এবং তাকাসিংহার মতো নামী ক্লাবে খেলতে পেরে দারুণ লাগছে। তারা আমাকে দলে আলিঙ্গন করে নিয়েছে এবং দলের আবহ চমৎকার। শুরুটা যেভাবে হয়েছে, আমি তাতে উচ্ছ্বসিত’।

আন্তর্জাতিক ক্রিকেটে তাকে সবশেষ দেখা যায় ২০১৮ সালের মার্চে ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে। স্বীকৃত ক্রিকেটে সবশেষ ম্যাচটি খেলেন ওই বছরের ডিসেম্বরে ঘরোয়া প্রো৫০ চ্যাম্পিয়নশীপে। এর আগে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে ক্রিমারের আন্তর্জাতিক অভিষেক সেই ২০০৫ সালে। যে ম্যাচে বাংলাদেশ পেয়েছিল প্রথম টেস্ট জয়ের স্বাদ। সেই সিরিজের দুই টেস্টে ছয়টি উইকেট শিকার করেন তিনি। পরের বছর দক্ষিণ আফ্রিকায় গিয়ে ট্রায়াল দেন তিনি। তবে সেখানে সফল হননি। ফিরে আসেন জিম্বাবুয়ের ক্রিকেটে। টি-টোয়েন্টি অভিষেক হয় তার ২০০৮ সালে। আর ওয়ানডেতে ২০০৯ সালে। ২০১৬ সালে জিম্বাবুয়ের অধিনায়কত্ব পান তিনি। ২০১৮ সাল পর্যন্ত দেশকে নেতৃত্ব দেন ৮ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টিতে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে একটি সেঞ্চুরিও উপহার দেন অধিনায়ক হিসেবে।

আরও পড়ুন

Lading . . .