Advertisement
  • হোম
  • খেলা
  • বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস দল

বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস দল

মানবজমিন

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস। আজ সকালে ঢাকায় পা রাখে ডাচরা। ইতিমধ্যে সিলেটের উদ্দেশ্যে রওনাও দিয়েছে তারা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে সেখানেই।

চলতি মাসে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও তাদের সরকারের বেঁকে বসায় বিসিসিআই বাতিল করে সে সফর। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়ে সীমিত ওভারের সিরিজ খেলতে দেশে এলো নেদারল্যান্ডস। আগামীকাল সন্ধ্যা ও আগামী পরশু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাদের অনুশীলন করার কথা রয়েছে।

এ সিরিজ ও আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি নিতে এক সপ্তাহ আগেই সিলেট গেছে বাংলাদেশ দল। এর আগে ঢাকাতেও দশ দিনের মতো অনুশীলন করে টাইগাররা। আগামী ৩০শে আগস্ট গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ১ ও ৩রা সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আরও পড়ুন

Lading . . .