Advertisement
  • হোম
  • খেলা
  • ফাইনালের আগে প্রোটিয়াদের হারাল যুবারা

ফাইনালের আগে প্রোটিয়াদের হারাল যুবারা

কালবেলা

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগেই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে এখন ম্যাচগুলো বলা চলে শুধুই আনুষ্ঠানিকতা। আর এখানেই ফাইনালের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারাল আজিজুল হক তামিমের দল। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দেখায় হারলেও এবার জিতে শিরোপা লড়াইয়ের আগে আত্মবিশ্বাসী হওয়ার কথা তাদের।

জিম্বাবুয়ের হারারেতে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাটিং করা প্রোটিয়ারা ৩৭.২ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায়। জবাবে ২০.৩ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন সানজিদ মজুমদার। ৮ ওভারে ৩৯ রান খরুচে নেন ৪ উইকেট। এ ছাড়াও দুটি করে উইকেট নেন আল ফাহাদ ও সামিউন বশির। ব্যাট হাতেও অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন সামিউন।

ছোট রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ব্যক্তিগত ৩ রানে আউট হয়ে যান ছন্দে থাকা ওপেনার জাওয়াদ আবরার। অন্যপ্রান্তে থাকা আরেক ওপেনার রিফাত বেগ ছিলেন দুর্দান্ত। একপাশে যখন পর পর বেশ কয়েকটি উইকেট হারায় দল। তখন অন্যপাশে রান তোলায় মনোযোগী ছিলেন তিনি। ৪৭ বলে তার ব্যাটে দেখা মিলে ৪৩ রানের ইনিংস। শেষ দিকে সামিউন ও আব্দুল্লাহর ব্যাটে মিলে জয়ের দেখা। ৫২ রানে অপরাজিত ছিলেন সামিউন, ২০ রানের ইনিংস খেলেন আব্দুল্লাহ।

Lading . . .