প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

এশিয়া কাপের পর্দা উঠেছে মঙ্গলবার। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পাত্তাই পায়নি হংকং। ১৮৯ রান তাড়ায় ৯৪ রানেই থামে তাদের ইনিংস। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। এই ম্যাচের আগে দলটির কোচ কুশল সিলভা বলেন বাংলাদেশকে হারাতে পারলে সেটা দুর্দান্ত হবে।
গতকাল সংবাদ সম্মেলনে কুশল বলেন, ‘বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। কিন্তু আবারও, আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তার ওপর আমাদের কাজ করতে হবে এবং পরের খেলায় আমরা যে জিনিসগুলো ভালো করতে পারি সেগুলোর ওপর কাজ করতে হবে।’ গ্রুপ ‘বি’তে আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে পেয়েছে হংকং। সবকিছুতেই বাকি ৩ দল তাদের চেয়ে যোজন যোজন এগিয়ে। জয় পেলে সেটা দারুণ হবে কিন্তু মূলত এই টুর্নামেন্টে অভিজ্ঞতা অর্জনকেই গুরত্ব দিচ্ছেন হংকং কোচ কুশল। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের জন্য, অবশ্যই একটি জয় দুর্দান্ত হবে। কিন্তু আবারও, আমাদের জন্য, যতটা সম্ভব এই অভিজ্ঞতা অর্জন করা, প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলা এবং এই টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা নিশ্চিত করাটা জরুরি এবং এটা একটি সত্যিই ইতিবাচক জিনিস হবে যা আমরা নিতে পারি, বিশেষ করে যখন আমরা সহযোগী সদস্যদের বিপক্ষে খেলি।’ বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- এই তিন বিভাগেই ভালো করতে হবে। সেটা কুশলও জানেন, ‘বাংলাদেশের মতো টেস্ট খেলুড়ে দলগুলো খুব প্রতিযোগিতামূলক, তারা সেই সমস্ত বিষয়গুলো দেখছে। কিন্তু আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি তা হলো আমাদের খেলার ওপর মনোযোগ দেওয়া এবং পরের খেলা থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করা। আমরা খুব বেশি দূরের কথা ভাবছি না। অবশ্যই, বাংলাদেশ একটি খুব মানসম্পন্ন দল। তাই আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা মানসম্পন্ন ক্রিকেট খেলি এবং তিনটি বিভাগেই ভালো করি এবং দেখি আমরা কোথায় শেষ করি।’ আফগানিস্তানের বিপক্ষে হার নিয়ে কুশল বলেন, ‘আমাদের ছেলেদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা ছিল, বিশেষ করে টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে ফ্লাডলাইটের নিচে খেলা। হ্যাঁ, দিনটা আমাদের সেরা ছিল না। আমার মতে, আমরা আমাদের ‘এ’ গেম খেলতে পারিনি। বাংলাদেশের বিপক্ষে আমাদের প্রথম বল থেকে শুরু করতে হবে।’ আমি মনে করি বিশেষ করে যখন আপনি একটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলছেন, তখন এটা কঠিন। এখানে চ্যালেঞ্জ রয়েছে। অবশ্যই ছোট ভেন্যুতে খেলার চেয়ে ফ্লাডলাইটের নিচে খেলার মাধ্যমে আরও বেশি অভিজ্ঞতা অর্জন করা যায়। কিন্তু এটা আমাদের জন্য কোনো অজুহাত হতে পারে না কারণ আমরা যদি এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলোতে অভ্যস্ত হতে হবে।’ বাংলাদেশের বিপক্ষে অবশ্য হংকংয়ের দারুণ এক স্মৃতি আছে। ২০১৪ সালে টি-টোয়েন্টিতে একমাত্র দেখায় টাইগারদের হারায় তারা। ১০৯ রান তাড়ায় ৪ বল বাকি রেখেই জয় পায় দলটি। যদিও ১১ বছরের ব্যবধানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলটার আমূল বদল হয়েছে।
আরও পড়ুন