Advertisement
  • হোম
  • খেলা
  • ব্যালন ডি’অরের রাতে হার দেখলো পিএসজি

ব্যালন ডি’অরের রাতে হার দেখলো পিএসজি

মানবজমিন

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

সবশেষ মৌসুমেও প্রথম চ্যাম্পিয়নস লীগ ট্রফির স্বাদ পায় প্যারিস সেইন্ট জার্মান। সঙ্গে লীগ এ ও লীগ কাপ মিলিয়ে ট্রেবল জয়ের আনন্দ ছিল। এর মাধ্যমে বর্ষসেরা ক্লাবের পুরস্কারও জেতে পিএসজি। তবে সোমবারের রাতটি মাঠে মোটেও ভালো কাটেনি লুইস এনরিকের দলের। এদিন মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হার দেখে তারা।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই এদিন পঞ্চম মিনিটে গোল হজম করে বসে পিএসজি। হেডে ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগার্ড। এরপর থেকেই ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে পড়ে পিএসজি। বল দখলেও এগিয়ে ছিল তারা। তবে ফিনিসিংয়ের ঘাটতি থাকায় আর ম্যাচে ফেরা হয়নি তাদের। গোলের জন্য ১২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রেখে একবারও জালে পাঠাতে পারেনি ইউরোপের চ্যাম্পিয়নরা। মার্সেইর সঙ্গে এ হারে, পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দলটি আছে দুইয়ে। সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে মোনাকো।

এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানেও বর্ষসেরা কোচের পুরস্কার পান ক্লাবটিকে সাফল্যের শীর্ষে নেওয়া এনরিকে এবং বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’র জয় করেন পিএসজির উসমান দেম্বেলে। তবে অনেক প্রাপ্তির রাতে অনেকটা ফ্যাকাশে হয়ে থাকলো মাঠের লড়াই ।

আরও পড়ুন

Lading . . .