Advertisement
  • হোম
  • খেলা
  • অক্টোবরে দুবাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

অক্টোবরে দুবাইয়ে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

কালবেলা

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

বাংলাদেশ-আফগান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-আফগান ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের পর পরই আফগানিস্তানের বিপক্ষে খেলবেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশের বিপক্ষে আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি ম্যাচ হবে যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। অর্থাৎ এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিলেই লিটনরা একসঙ্গে খেলে দেশে ফিরবেন, অন্যথায় দেশে ফিরে আবারও যেতে হবে তাদের।

সিরিজটি দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে জানিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান তার মন্তব্যে বলেছেন, ‘আমরা বাংলাদেশের বিপক্ষে সিরিজের আয়োজন করতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেয়।’

Lading . . .