যে কারণে দুরন্ত ফর্মে থেকেও বাদ পড়তে যাচ্ছেন গিল
প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্ম থাকলেও এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে চলেছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। দল নির্বাচনের আগে এই খবরই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটমহলে।
সোমবার (১৮ আগস্ট) দেশটির একটি সংবাদমাধ্যম জানিয়েছে, গিলকে টি-২০ এর জন্য উপযুক্ত বলে মনে করছে না টিম ম্যানেজমেন্ট। তাই আসন্ন এশিয়া কাপের দলে রাখা হবে না তাকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র জানিয়েছে, সূর্যকুমার যাদব সুস্থ হয়ে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। এশিয়া কাপে তিনি খেলবেন এমনটাই আপাতত ধরা হচ্ছে। সূর্যর পাশাপাশি হার্দিক পান্ডিয়া, অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জায়গাও পাকা।
এরমধ্যেই ধারণা করা হচ্ছিল যে, সম্প্রতি টি-২০ এর ভারতীয় জাতীয় দলে সেরকম নিয়মিত না হলেও ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে থাকা গিলকেও সুযোগ দেয়া হবে এশিয়া কাপে। তবে দল ঘোষণার দিন এগিয়ে আসার সাথে সাথে শোনা যাচ্ছে, গিলকে সুযোগ দেয়ার ইচ্ছা নেই টিম ম্যানেজমেন্টের।
কারণ, তাকে ওপেন করাতে গেলে সঞ্জু স্যামসনকে বসাতে হবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট সঞ্জুকে বসানোর পক্ষপাতী নয়। তাই গিলকে অযথা স্কোয়াডে রাখতে চাইছে না টিম।
একই যুক্তিতে প্রথম একাদশের বাইরে থাকতে হবে যশস্বী জয়সওয়ালকেও। কারণ, অভিষেক শর্মা এবং সঞ্জু জুটিই ওপেন করবে। ফলে তৃতীয় ওপেনার হিসেবে বেঞ্চেই থাকতে হবে যশস্বীকে।
অন্যদিকে, দ্বিতীয় কিপার হিসেবে নির্বাচকদের পছন্দ জিতেশ শর্মা। তবে সঞ্জু খেললে জিতেশের সুযোগ মিলবে না। এ ছাড়াও জশপ্রীত বুমরাহ জানিয়ে দিয়েছেন, গোটা এশিয়া কাপে খেলতে চান। দল বাছাইয়ের সময় যেন তার কথা মাথায় রাখা হয়।
আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) এশিয়া কাপের দল নির্বাচন করবে ভারত। সেখানে বুমরাহকে আদৌ রাখা হবে কিনা, প্রশ্ন রয়েছে। এ ছাড়াও আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, এবং হর্ষিত রানাকে রাখা হতে পারে স্কোয়াডে। স্পিনার হিসাবে অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব প্রায় নিশ্চিত।