Advertisement
  • হোম
  • খেলা
  • প্রথম বাংলাদেশী হিসেবে এসএ টি-টোয়েন্টিতে দল পেলেন ...

প্রথম বাংলাদেশী হিসেবে এসএ টি-টোয়েন্টিতে দল পেলেন তাইজুল

নয়াদিগন্ত

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

তাইজুল ইসলাম |সংগৃহীত
তাইজুল ইসলাম |সংগৃহীত

তাইজুল ইসলাম হয়তো ড্রাফটে নাম দেয়ার আগেও ভাবেননি এমন কিছু হতে পারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই যেখানে ডাক পান না দেশের হয়ে; সেখানে এসএ টি-টোয়েন্টিতে খেলা তার জন্য স্বপ্নসমই বটে।

তবে সেই স্বপ্নটাই সত্য হলো, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার লিগ এসএ টি-টোয়েন্টিতে দল পেয়েছেন তাইজুল ইসলাম। প্রথমবারের মতো ঘরের বাইরে কোনো লিগে ডাক পেলেন এই স্পিনার।

এসএ টি-টোয়েন্টিতে ডারবান সুপার জায়ান্টের হয়ে খেলবেন তাইজুল। প্রথম বাংলাদেশী হিসেবে এই লিগে খেলতে যাচ্ছেন তিনি। এর আগের কোনো আসরে ছিলেন না লাল-সবুজের কেউ।

বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে অবশ্য সবার আগে নাম তোলা হয় মোস্তাফিজুর রহমানের। তবে তাকে নিতে আগ্রহ দেখায়নি কেউ। এরপর তাইজুলের নাম আসলে ভিত্তিমূল্য পাঁচ লাখ র‌্যান্ডে দলে ভেড়ায় ডারবান।

তাইজুল বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত মুখ হলেও টি-টোয়েন্টি খেলেছেন মোটে দু’টি। যেখানে ১টা মাত্র উইকেট তার। সব মিলিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১০২ ইনিংসে ৭.৪২ ইকোনমিতে ৮৮ উইকেট আছে তার।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ টোয়েন্টির নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোট ৭৮২ জন ক্রিকেটার। তবে নিলামে তোলা হয় ৫৪১ ক্রিকেটারকে। যেখানে বাংলাদেশের ছিলেন ১৪ জন।

আরও পড়ুন

Lading . . .