প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুভসূচনা করেছে বাংলাদেশ। পরের ম্যাচে আগামীকাল রাতে মাঠে নামবে টাইগাররা। এবার প্রতিপক্ষ আরও কঠিন, ভারত। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়ে রাখলেন, প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। টাইগার কোচ অবশ্য স্পষ্ট করেই দিলেন যে, ভারতকে ভুল করতে বাধ্য করবে তার শিষ্যরা। সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। আসলে পুরোটা ওইদিনের খেলার ওপর নির্ভর করে। ভারত পূর্বে কী করেছে সেটি বড় বিষয় নয়। বুধবার তারা কী করে সেটিই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘন্টার ওপর সবকিছু নির্ভর করছে। যথাসম্ভব চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে। পাশাপাশি, আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারবেন।’
নিজেদের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে টাইগার কোচ আরও বলেন, ‘দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা এসব নিয়ে নিজেরা বসে কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে, আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তবে সেটি নিজেদের কাছে রাখতে হবে। আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।’
আরও পড়ুন