প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গত আসরের দুর্নীতি, অব্যবস্থাপনা ও প্রক্রিয়াগত দুর্বলতা খতিয়ে দেখতে গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রাথমিক তদন্ত প্রতিবেদন বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলের কাছে জমা দিয়েছে। বোর্ড সভাপতি এই প্রতিবেদন গ্রহণ করেছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেদনে যাদের নাম এসেছে, তাদেরকে বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন ধারা ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়ার আওতাধীন করা হবে। এতে অভিযুক্ত ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কিংবা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে না বিসিবি। সেখানে আরও বলা হয়, বিপিএলের পরের আসর যথাযথভাবে আয়োজনের জন্য প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বেশ কিছু জরুরি সংস্কার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি পরিচালনা, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার তদারকি ও কাঠামোগত সুরক্ষা।
আগামী মাসের শেষের দিকে কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে বোর্ড আশা করছে, যেখানে তাদের বিস্তারিত মতামত ও কাঠামোগত সংস্কারের প্রস্তাবনা থাকবে।
আরও পড়ুন