Advertisement

মনিকার পর শান্তির ‘অলিম্পিক গোল’

নয়াদিগন্ত

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

শান্তি মার্ডি |সংগৃহীত
শান্তি মার্ডি |সংগৃহীত

সরাসরি কর্নার কিক থেকে গোল। শুক্রবার (৮ আগস্ট) পূর্ব তিমুরের বিপক্ষে এই কর্নার থেকেই সরাসরি গোল করেন শান্তি মার্ডি। এই গোলকে বলে অলিম্পিক গোল।

দিনাজপুরের সাঁওতাল জনগোষ্ঠী থেকে উঠে আসা এই ফরোয়ার্ডের শটের বল সাইড পোস্টে লেগে জালে যায়। বাংলাদেশের নারী ফুটবলে অলিম্পিক গোল এটিই প্রথম নয়।

২০১৯ সালে মিয়ানমারের মাঠে স্বাগতিক দলের বিপক্ষে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের দ্বিতীয় রাউন্ডে সরাসরি কর্নার কিক থেকে গোল করেছিলেন মনিকা চাকমা। সেই গোলেই বাংলাদেশের ১-০ তে জয়।

এছাড়া পুরুষ ফুটবলে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এমন অলিম্পিক গোল করেছিলেন। আন্তর্জাতিক ম্যাচে তার অলিম্পিক গোলটি ছিল ২০০৮ সাফে আফগানিস্তানের বিপক্ষে। সে ম্যাচে বাংলাদেশ দু’ গোলে পিছিয়েও পরে ২-২ এ ড্র করেছিল। এছাড়া মামুনুল ঘরোয়া ফুটবলে তিনটি অলিম্পিক করেছেন।

আরও পড়ুন

Lading . . .