তিমুরলেস্তের বিপক্ষে বিকালে মাঠে নামছেন আফিঈদারা
প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। পূর্ব তিমুর লেস্তের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়। গত বুধবার স্বাগতিক লাউসকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেন সাগরিকা, মুনকিরা।
এএফসি অনূর্ধ্ব ২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। যেখানে আজ অপেক্ষাকৃত দুর্বল দল তিমুরলেস্তের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। কোচ পিটার বাটলারের লক্ষ্য গ্রুপের রানার্সআপ নিশ্চিত করে বাকি আট গ্রুপের মধ্যে সেরা তিন রানার্স আপ হয়ে চূড়ান্ত পর্ব খেলা।
বর্তমানে বাংলাদেশের মেয়েদের র্যাঙ্কিং ১০৪ এ। অন্যদিকে তিমুরলেস্তের অবস্থান ১৫৭ তে। গত ম্যাচে ১১৩ অবস্থানে থাকা স্বাগতিক লাউসকে হারিয়েছে মেয়েরা। অন্যদিকে তিমুর লেস্তেকে প্রথম ম্যাচে ৯-০ গোলে হারায় ২৩ নম্বর পজিশনে থাকা দক্ষিণ কোরিয়া। এবার তাই ১০ই আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামার আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চায় আফিঈদারা।
এবারের বাছাইয়ে আট গ্রুপে ভাগ হয়ে খেলছে ৩২টি দল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আটটি দলের সঙ্গে দ্বিতীয় হওয়া সেরা তিনটি দলও পাবে মূল পর্বের টিকিট। আগামী বছরের এপ্রিলে ১২টি দল নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ।
আরও পড়ুন