Advertisement
  • হোম
  • খেলা
  • প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেল

প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে কিউবা মিচেল

মানবজমিন

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

১২ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে গতকাল বাহরাইন থেকে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। গতকালই এই দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। ৩-৯ই সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ২৯শে আগস্ট রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে। ৩রা সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে। এরপর ৬ ও ৯ই সেপ্টেম্বর যথাক্রমে ইয়েমেন ও সিঙ্গাপুরের মোকাবিলা করবে লাল সবুজের প্রতিনিধিরা। ১৬ দল নিয়ে ২০২৬ সালে সৌদি আরবে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বের লড়াই। স্বাগতিক দেশ হিসেবে সরাসরি খেলবে সৌদি আরব। অন্য ১৫ দল আসবে গ্রুপ পর্বে প্রমাণ করে। পয়েন্টের ভিত্তিতে ১১ গ্রুপে সেরা দল এবং চার সেরা রানার্সআপ দল পাবে এশিয়ান কাপের টিকিট।
অনূর্ধ্ব-২৩ দলের আছে কিংসের চার ফুটবলার। যাদের মধ্যে তিনজন মুজিবর রহমান জনি, রিমন হোসেন ও মেহেদি হাসান শ্রাবণ কাতার এএফসি চ্যালেঞ্জ লীগের ম্যাচ শেষেই বাহরাইনে দলের সঙ্গে যোগ দেন। তখনই কিউবা মিচেলকে ছাড়েনি বসুন্ধরা কিংস। কাতার থেকে কিউবাকে নিয়েই ঢাকা ফিরে ক্লাবটি। দেশে ক্লাবের সঙ্গে অনুশীলন শেষে অনূর্ধ্ব-২৩ দলে যোগ দিলেন এই বৃটিশ প্রবাসী ফুটবলার। এনিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান বলেন, ‘আমরা আগামী তিনদিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবো। এজন্য বারিধারা থেকে কাকরাইলের হোটেলে আনা হয়েছে। কিউবা আজ (গতকাল) সন্ধ্যার পর ক্যাম্পে এসেছে। ইতালি প্রবাসী ফাহমিদুল সরাসরি ভিয়েতনাম যাবে।’ তবে কিংস কিউবাকে ছাড়লেও এখনো জাতীয় দলের ক্যাম্পে ফুটবলার না ছাড়ার জন্য অনড় আছে। নেপালে দুটি প্রীতি ম্যাচের জন্য কিংসের তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও রাকিব হোসেন ডাক পেয়েছেন। তবে জানা গেছে, আগামী ৩১শে আগস্ট জাতীয় দলের জন্য এদের ছাড়তে পারে পাঁচবারের লীগ চ্যাম্পিয়ন ক্লাবটি।

আরও পড়ুন

Lading . . .