প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

ভারতীয় পেস আক্রমণের হৃদয়স্পন্দন বলা যায় যাকে—জাসপ্রিত বুমরাহ। তবে তার প্রতিভা যেমন অমূল্য, তেমনি তার শরীরও ভঙ্গুর। আর তাই, সাম্প্রতিক ইংল্যান্ড সিরিজে তিনটি টেস্ট খেলানোর পর এবার বুমরাহকে নিয়ে আরও সাহসী সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই।
একটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে বুমরাহকে আগে থেকেই তিনটি টেস্টে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা ছিল। সেটি সফলভাবে বাস্তবায়ন করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এবার সেই পরিকল্পনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চায় তারা—বিশেষ করে বুমরাহর ফিটনেস দীর্ঘমেয়াদে ধরে রাখতে।
বিসিসিআই এখন মূল ফোকাস রাখছে ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই আসরের জন্যই বুমরাহকে পুরোপুরি প্রস্তুত ও ফিট রাখতে চায় তারা। বোর্ডের দৃষ্টিতে, আইসিসি টুর্নামেন্ট ও গুরুত্বপূর্ণ সিরিজে বুমরাহকে ‘ফুল ফিট’ অবস্থায় পাওয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
২০২৫ সালের শুরুতে পিঠের অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন বুমরাহ। এরপর আইপিএল ২০২৫-এও আংশিক খেলেছেন। প্রধান নির্বাচক অজিত আগারকর এবং কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছিলেন—ইংল্যান্ড সফরে তিনি তিনটি টেস্টের বেশি খেলবেন না।
বুমরাহ অবশ্য নিজে তিন ফরম্যাটেই খেলতে আগ্রহী। তবে বিসিসিআইর মেডিকেল ইউনিট সতর্ক করেছে—অতিরিক্ত ব্যবহার করলে পুরোনো চোট ফিরে আসতে পারে। বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বুমরাহর মতো একজন ম্যাচ উইনার যখন স্কোয়াডে থাকেন, তখন তাকে সুরক্ষিত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
সবচেয়ে বড় ব্যাপার হলো, বুমরাহ যেসব ম্যাচে খেলেননি, সেগুলোতেও ভারত জয় পেয়েছে। বুমরাহর অনুপস্থিতিতে মোহাম্মদ সিরাজ ৫ ম্যাচে নিয়েছেন ২৩ উইকেট। তার সঙ্গে আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণ যথাক্রমে তিন টেস্টে ১৩ ও ১৪ উইকেট নিয়েছেন।
এই পারফরম্যান্স দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে—এমনকি বুমরাহকে রেস্ট দিয়ে খেলাতেও তারা প্রস্তুত।
এখনকার সিদ্ধান্ত কোনো সিরিজ বেছে নেওয়ার বিষয় নয়; বরং ভবিষ্যতের জন্য একজন অমূল্য বোলারকে বাঁচিয়ে রাখার স্ট্র্যাটেজি। বিসিসিআইয়ের এই চিন্তা নিশ্চয়ই ভারতের দীর্ঘমেয়াদি ক্রিকেট স্বার্থেই নেওয়া হয়েছে।
‘ফাস্ট বোলারদের ক্ষেত্রে এটা খুবই সাধারণ—তাদের যত্ন নিতে হয় বেশি,’—এমনটাই মত বিশ্লেষকদের।
তবে শেষ কথা একটাই: বুমরাহ ফিট থাকলেই ভারত শক্তিশালী।