অস্ট্রেলিয়ায় এবার পাত্তাই পেলো না বাংলাদেশ ‘এ’ দল
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে গতবার রানার্সআপ হয় বাংলাদেশ ‘এ’ দল। তবে এবার পাত্তাই পেলো না! ১১ দলের টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের অবস্থান নবম। শুরুর ৫ ম্যাচের ৩টিতে হেরে আদতে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় নুরুল হাসান সোহানের দল। তবে গতকাল হঠাৎ করেই একটা ‘লাইফলাইন’ পেয়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’। নুরুল হাসানের দলকে সেমিফাইনালে ওঠার আরেকটা সুযোগ এনে দিয়েছিল অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি দল। লীগ পর্বের শেষ দিনে মেলবোর্ন স্টারস একাডেমিকে হারিয়ে দেয় তারা। এতেই সুযোগ আসে সোহানদের। গতকাল নেটরান রেট ঠিক রেখে জয় পেলেই সেমিফাইনালে পৌছে যেতো বাংলাদেশ ‘এ’। কিন্তু অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে বিদায় নিয়েছে সোহানের দল । ছয় ম্যাচের দুটিতে জেতা নুরুলরা দেশে ফিরছেন ১১ দলের মধ্যে নবম হয়ে।
ডারউইনে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ ‘এ’ দল। জবাবে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্ট্রাইকার্স। পাকিস্তান ‘এ’ দলের (শাহীনস) বিপক্ষে ৭৯ রানে হেরে আসর শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে নেপালকে ৩২ রানে হারিয়ে ঘুরে দাঁড়ায় সোহানরা। তৃতীয় ম্যাচে পার্থ স্কোর্চার্স একাডেমির কাছে হারে ৫ উইকেটের বড় ব্যবধানে। এরপর নর্দান টেরিটরি স্ট্রাইকের বুপক্ষে আবার জয় তুলে নেয় জিসান-সোহানরা। ২২ রানের জয়ের পর আবারও হার দেখে বাংলাদেশ ‘এ’। তারা মেলবোর্ন স্টার্স একাডেমির বিপক্ষে হারে ৩ উইকেটে।
রান তাড়ায় গতকাল ১২৩ রানের দারুণ জুটি গড়েন স্ট্রাইকার্সের দুই ওপেনার ম্যাকেঞ্জি হারভে ও জ্যাক উইন্টার। এই দুজনের জুটিতেই ১৩ ওভারের মধ্যে ১২০ পেরিয়ে যায় স্ট্রাইকার্স। উইন্টারকে আউট করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর জোড়া উইকেট নেন সাইফ হাসান। হ্যারি নেইলসেনকে ফেরানোর ৩ বল পর তিনি আউট করেছেন ট ও’কোনেলকে। এরপর অবশ্য একপ্রান্ত আগলে রেখে স্ট্রাইকার্সকে জিতিয়ে মাঠ ছাড়েন হারভে। মৃত্যুঞ্জয় চৌধুরীকে চার মেরে ৫৩ বলে সেঞ্চুরিও তুলে নেন হারভে। আর তাতেই বড় জয় নিশ্চিত হয় অ্যাডিলেডের।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে ভালোই শুরু পায় বাংলাদেশ ্তুএ্থ দল। নাইম শেখ ও জিসান আলম মিলে তোলেন ৪৮ রান। এরপর সাইফ হাসানকে নিয়ে আরও ৩৯ রান যোগ করেন জিসান। এই জুটির পথে হাফ সেঞ্চুরিও তুলে নেন এই ওপেনার। ৩৯ বলে ৫০ রান করে আউট হন জিসান। এর আগে সাইফ ১৫ রান করে ফিরলে এই জুটি ভাঙে। বেশিক্ষণ টিকতে পারেননি নুরুল হাসান সোহান। তিনি মাত্র ৬ রান করেই ফেরেন জ্যাকবসের শিকার হয়ে। এরপর আফিফ হোসেন ধ্রুব ও ইয়াসির আলী মিলে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস টানেন। পঞ্চম উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন ২৯ বলে ৭০ রানের জুটিতেই বাংলাদেশ ‘এ’ দল লড়াইয়ের পুঁজি নিশ্চিত করে।
আরও পড়ুন