Advertisement
  • হোম
  • খেলা
  • টের স্টেগেনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলো বার্সেলোন...

টের স্টেগেনকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলো বার্সেলোনা

নয়াদিগন্ত

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

টের স্টেগেন |সংগৃহীত
টের স্টেগেন |সংগৃহীত

মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনা। গতরাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সা।

লা-লিগা কর্তৃপক্ষকে চিকিৎসা সংক্রান্ত তথ্য না দেয়ার কারণে সম্প্রতি বার্সেলোনার সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন টের স্টেগেন।

হাঁটুর ইনজুরিতে গত মৌসুমে বেশিরভাগ সময় মাঠের বাইরে ছিলেন টের স্টেগেন। গত মাসের শেষ দিকে পিঠে অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের কারণে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

লা লিগার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় চার মাসের বেশি মাঠের বাইরে থাকে, তাহলে বার্ষিক বেতনের ৮০ শতাংশ বাদ দিয়ে নিয়ম মেনে নতুন খেলোয়াড় নিবন্ধন করা যাবে।

কিন্তু বার্সেলোনার সাথে বিরোধের কারণে চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য লা লিগাকে দিতে চাননি টের স্টেগেন। তাই টের স্টেগেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলো বার্সেলোনা।

বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘মার্ক-আন্দ্রে টের স্টেগেনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় এবং বিষয়টি পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত ক্লাব, ক্রীড়া পরিচালক ও কোচিং স্টাফের সাথে পারস্পরিক সম্মতিতে সাময়িকভাবে দলের প্রথম অধিনায়কে তার পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব।’

টের স্টেগেনের জায়গায় বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করবেন বর্তমান সহ-অধিনায়ক রোনাল্ড আরাউহো।

আরও পড়ুন

Lading . . .