ম্যাচিউর হতে ও আন্তর্জাতিক ক্রিকেটের জন্য জিসানের সময় দরকার, বললেন লিপু
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে ব্যাটে দ্যুতি ছড়াচ্ছেন জিসান আহমেদ। অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে আজও আউট হওয়ার আগে করেছেন ফিফটি। তাই স্বাভাবিকভাবেই জিসানকে জাতীয় দলে নেয়ার দাবি উঠছে। তবে এখনই তাড়াহুড়ো করে কিছু করতে চান না প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ঝড়ো ব্যাটিংয়ে প্রতিভার জানান দেন জিসান। অনূর্ধ্ব-১৯ দলে থাকা অবস্থায়ই বেশ কিছু দুর্দান্ত ইনিংস খেলেন তরুণ এই ব্যাটার। এ কারণে এক বছরের বেশি সময় ধরেই আলোচনায় তিনি। গতকাল এশিয়া কাপের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে জিসানকে নিয়েও। উত্তরে লিপু বলেন, ‘দল বাছাইয়ের সময় অনেকের নামই আমাদের আলোচনায় আসে। সেখানে বেবি উইলো যেমন আসে, ম্যাচিউর উইলোও আসে। সময়ের সঙ্গে সঙ্গে বেবি উইলোও ম্যাচিউরড উইলো হবে। তাই সবার দিকেই নজর থাকে। আমরা সেভাবেই জিসানের দিকে নজর রাখছি। আমার মতে, তার কিছুটা সময় দরকার ম্যাচিউর হতে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত হতে।’
শুধু জিসানই নয়, সবার জন্যই যথেষ্ট সময় নিয়ে তারপর জাতীয় দলে নেয়ার কথা বলেন লিপু। তিনি বলেন, “আমরা কাউকে খুব সহজেই নিতে চাচ্ছি না। যাতে তাকে আবার খুব তাড়াতাড়ি বিদায় করতে না হয়। আমরা চাই, এই ধারা থেকে ক্রিকেটাররা বেরিয়ে আসুক। তারা ঘরোয়া পর্যায় থেকে পর্যায়ক্রমে ‘এ’ দলে খেলে প্রস্তুত থাকুক। যেন তারা আন্তর্জাতিক ক্রিকেটে সেই ফর্মটা রুপান্তর করতে পারে।”
আরও পড়ুন