Advertisement
  • হোম
  • খেলা
  • ‘ওরা খেলবে পড়বে ব্যাংকে চাকরিও করবে’

‘ওরা খেলবে পড়বে ব্যাংকে চাকরিও করবে’

যুগান্তর

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

দেশের ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। ঘরোয়া এই টুর্নামেন্টকে জাতীয় দলের সিঁড়ি ভাবা হয়। এই লিগে খেলে জাতীয় দলে সুযোগ পেয়ে বিশ্ব তারকা হয়েছেন অনেকে।

ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। ঢাকা লিগে চ্যাম্পিয়ন হতে বড় বাজেট নিয়ে মাঠে নেমেছেন রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল। ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী আর্থিক সংকটে থাকায় তাদের সেরা ক্রিকেটাররা রুপগঞ্জে পারি জমাচ্ছেন।

আবাহনীর ঘরের ছেলে হিসেবে পরিচিত মোসাদ্দেক হোসেন সৈকত গেছেন রূপগঞ্জে। নাঈম শেখ, রাকিবুল হাসান সঙ্গী হয়েছেন তার। পুরোনো কোনো ক্রিকেটারকে ধরে রাখতে পারছে না আবাহনী। বাজেট স্বল্পতায় ক্লাব কর্মকর্তারা হাত গুটিয়ে নিচ্ছেন।

ঢাকা লিগে দল গঠন নিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের চেয়ারম্যান তানজিল চৌধুরীর মতে, ‘আমরা স্বচ্ছতা বজায় রেখে দল করে থাকি। এত বছর বড় দল বানিয়েও সফল হতে পারিনি বিসিবির আগের রেজিমের কারণে। তারা কয়েকটি ক্লাবের মালিক হওয়ায় খেলোয়াড় আদান-প্রদান করত।’

তিনি আরও বলেন, ‘আমরা তারকা ক্রিকেটার নিলে তাদের জাতীয় দল, এইচপি বা ‘এ’ দলে নিয়ে যেত। ফলে ভালো দল গড়েও চ্যাম্পিয়ন হতে পারিনি। আমরা যাতে চ্যাম্পিয়ন হতে না পারি, তার জন্য সব রকম ব্যবস্থা করা হতো। আমরা এখন উদীয়মান ক্রিকেটারদের খেলাতে চাই। তারা খেলার পাশাপাশি লেখাপড়া শেষ করে যেন ব্যাংকে চাকরিও নিতে পারে।’

Lading . . .