প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের টানা অস্থিরতায় কয়েকদিন হোটেলবন্দি থাকার পর অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন জামাল ভূঁইয়ারা। বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাড়ে ১১টার পর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে রওনা দিবেন।
বাফুফে, কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের সমন্বিত প্রচেষ্টায় এ ব্যবস্থা নেওয়া হয়। শুধু খেলোয়াড় ও কোচিং স্টাফরাই নয়, নেপালে ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই বিমানে ফিরছেন দেশে।
এশিয়ান কাপের বাছাই সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত সপ্তাহে নেপাল গিয়েছিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় ম্যাচের আগেই দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। ৮ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ-সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কাঠমান্ডু, যা গড়ায় সরকার পতনের দিকে।
এই পরিস্থিতিতে ৯ সেপ্টেম্বর দুপুর থেকে বন্ধ হয়ে যায় ফ্লাইট চলাচল। ফলে ফেরার টিকিট থাকলেও হোটেলবন্দি হয়ে পড়েন জামালরা। আশপাশে জ্বালাও-পোড়াও চলায় নিরাপত্তার খাতিরে অনুশীলন বাতিল করতে বাধ্য হয় দল।
দলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রথম থেকেই সরাসরি যোগাযোগ রাখছিলেন বাফুফে কর্মকর্তারা। যুব ও ক্রীড়া উপদেষ্টাও ফোনে খেলোয়াড়দের খোঁজখবর নেন। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। অবশেষে গতকাল সন্ধ্যায় বিমানবন্দর সচল হওয়ার পর দ্রুত ফেরার ব্যবস্থা করা সম্ভব হয়।
দেশে ফিরে শিগগিরই এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে নামবে বাংলাদেশ। ৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জামালদের পরবর্তী মিশন। পাঁচ দিন পর হংকংয়ে হবে ফিরতি ম্যাচ।