Advertisement

মৌসুমের শুরুতেই ধাক্কা খেল ম্যানইউ

নয়াদিগন্ত

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

আর্সেনালের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হলো ইউনাইটেডের |ইন্টারনেট
আর্সেনালের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হলো ইউনাইটেডের |ইন্টারনেট

ঘরের মাঠে জয়ের জন্য সবকিছুই করল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচজুড়ে দাপট দেখাল তারা। তবে শেষ রক্ষা হয়নি, আর্তেতার আর্সেনালের কাছে হার নিয়ে মাঠ ছাড়তে হলো ইউনাইটেডের।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার (১৭ আগস্ট) হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ম্যাচের একমাত্র গোলটি করেন রিকার্ডো ক্যালাফিওরি।

বল দখল ও আক্রমণে আর্সেনাল থেকে যোজন যোজন এগিয়ে ছিল আমোরিমের ইউনাইটেড। পুরো ম্যাচে ৬২ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয় তারা, যার ৭টি ছিল লক্ষ্যে।

বিপরীতে খুব একটা ভালো খেলতে না পারা আর্সেনালের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল। তবে এর মাঝে একটা শট কাজে লাগে। ব্যবধান গড়ে দেয় ম্যাচের। জিতিয়ে দেয় পিছিয়ে থাকা গানারদের।

মাত্র ১৩তম মিনিটে এগিয়ে যায় আর্সেনাল। প্রতিপক্ষের কর্নার হাত বাড়িয়ে ক্লিয়ারের চেষ্টা করে তা ধরতে পারেননি ম্যানইউ গোলরক্ষক আলতাই বেইন্দির। তার হাতে লেগে আসা বল ফিরতি শটে জালে পাঠান ক্যালাফিওরি।

৩০তম মিনিটে সমতায় ফিরতে পারত ইউনাইটেড। প্যাট্রিক ডগুর নিচু শট পোস্টে আটকে যায়। আর আট মিনিট পর মাথেউস কুইয়ার শট দারুণভাবে ঠেকান আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া।

ম্যাচের ৭৩তম মিনিটে দারুণ সেভে স্বাগতিকদের হতাশ করে এই স্প্যানিশ গোলরক্ষক। ক্যামেরুনের ফরোয়ার্ড ব্রায়ান এমবুমোর হেড ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন স্প্যানিশ গোলরক্ষক।

শেষ পর্যন্ত ১-০ গোলে হার নিয়েই নতুন মৌসুম শুরু করতে হলো আমোরিমের দলের।

এদিকে ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের সাথে গোলশূন্য ড্র করেছে। পুরো ম্যাচে ১৯টি শট নিয়েও গোল করতে পারেনি মারেস্কার দল। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারায় নটিংহ্যাম ফরেস্ট।

আরও পড়ুন

Lading . . .