প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

একাই লড়াই করে যাচ্ছিলেন লিটন দাস। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে চেষ্টা করছিলেন হাল ধরার। তবে শেষ রক্ষা হয়নি, বড় হলো না তার ইনিংস। দলকে বিপদে রেখে ফিরেছেন তিনিও।
৯.৫ ওভারে হাসারাঙ্গার শিকার লিটন দাস। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ২৬ বলে ২৮ করে। তাতে ৫৭ রানে ৫ম উইকেটের পতন হয় বাংলাদেশের।
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে শনিবার টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে বাংলাদেশ।
তবে শুরুটা হয়েছে বিদঘুটে। প্রথম ওভারে নুয়ান থুসারার ওভারে কোনো রান নিতে পারেনি বাংলাদেশ। উল্টো শেষ বলে উইকেট দিয়ে ফিরেছেন তানজিদ তামিম।
সেই ধাক্কা সামলে উঠার আগে পরবর্তী ওভারেই ফেরেন পারভেজ ইমন। তিনিও খুলতে পারেননি রানের খাতা। ৪ বল খেলে ফেরেন কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে। এই ওভারেও আসেনি রান।
২.২ ওভারে এসে অবশেষে রানের খাতা খুলে বাংলাদেশ। রান নিয়ে খাতা খুলেছেন অধিনায়ক লিটন দাস। উইকেটে তার সাথে ছিলেন তাওহিদ হৃদয়। তবে তিনিও টিকতে পারেননি।
দলের বিপদ বাড়িয়ে রান আউট হয়ে ফেরেন ৪.৩ ওভারে দলীয় ১১ রানে। হৃদয়ের ইনিংস শেষ হয় ৯ বলে ৮ রানে। এদিকে এমন বাজে শুরুর পর চাপে পড়ে যায় বাংলাদেশ।
এমতাবস্থায় ৬ষ্ঠ ওভারে তিনটা চার হাঁকিয়ে কিছুটা চাপ মুক্ত করেন লিটন। তবে স্বস্তি বেশিক্ষণ থাকেনি,৭.২ ওভারে ফেরেন শেখ মেহেদীও (৯)। চারে নেমে আস্থা রাখতে পারেননি।
৭.২ ওভারে মেহেদীকে হারানোর পর পরই ফিরতে পারতেন লিটন। তবে এলবিডব্লুর আবেদন হলেও রিভিউ নিয়ে বেঁচে যান। তবে পাওয়া জীবনটা বেশিদূর টানতে পারেননি।