Advertisement
  • হোম
  • খেলা
  • ২০২৭ বিশ্বকাপের ৪৪ ম্যাচ ৮ ভেন্যুতে আয়োজন করবে দক্...

২০২৭ বিশ্বকাপের ৪৪ ম্যাচ ৮ ভেন্যুতে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা

মানবজমিন

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

২০০৯-এ চ্যাম্পিয়নস ট্রফির ১৮ বছর পর কোনো আইসিসি প্রতিযোগিতা ফিরছে দক্ষিণ আফ্রিকায়। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল আয়োজক তারা। সঙ্গে রয়েছে আরও দু’টি আফ্রিকান দেশ নামিবিয়া ও জিম্বাবুয়ে। বৃহস্পতিবার বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতির ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৫৪টি। তার মধ্যে ৪৪টি অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। বাকি ১০ ম্যাচ নামিবিয়া ও জিম্বাবুয়েতে। দক্ষিণ আফ্রিকার মোট ৮ মাঠে হবে বিশ্বকাপ ম্যাচ, সেগুলো হলো জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফন্টেইন, ইস্ট লন্ডন ও পার্ল। যদিও ম্যাচগুলোর কোনটি কোন মাঠে হবে, সে বিষয়ে কিছু বলেনি সিএসএ। বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে টুর্নামেন্ট শুরুর আগে। এক বিবৃতিতে সিএসএ জানায়, একটি স্থানীয় আয়োজক কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্ব দেবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল। সিএসএ প্রধান পার্ল মাফোশে বলেন, ‘আমাদের বোর্ডের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার বৈচিত্র গোটা বিশ্বের সামনে তুলে ধরা। আমরা সে লক্ষ্যে তৈরি হচ্ছি।’

এর আগে ২০০৩-এ জিম্বাবুয়ে ও কেনিয়াকে নিয়ে যৌথভাবে পুরুষ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে দক্ষিণ আফ্রিকা। সেবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় প্রোটিয়ারা। ২০০৭-এ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দাও ওঠে দক্ষিণ আফ্রিকায়। সেবারও তাদের লড়াই শেষ হয় গ্রুপ পর্ব পর্যন্তই। ২০০৫ ও ২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজিত হয় দক্ষিণ আফ্রিকায়। দু’বারই শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। এর মধ্যে ২০২৩-এর ফাইনালে হৃদয় ভাঙে স্বাগতিকদের।

আরও পড়ুন

Lading . . .