Advertisement

অস্ট্রেলিয়া যাচ্ছে ব্যাডমিন্টন দল

মানবজমিন

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

এক সঙ্গে দুটি টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে ১২ সদস্যের ব্যাডমিন্টন দল। ৮ থেকে ১৯শে অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে রকেটো সিডনি ইন্টারন্যাশনাল এবং ইউনেক্স বেনদিগো ইন্টারন্যাশনাল ব্যাডমন্টিন চ্যাম্পিয়নশিপ। জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এসএ) গেমসে কাঙ্ক্ষিত ফল পেতে সিডনিতে খেলতে যাচ্ছেন শাটলাররা। এই দলের অস্ট্রেলিয়া সফরের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সরকারী অনুমোদনও (জিও) দিয়েছে। জিও’র তালিকায় থাকা ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন কোচের দায়িত্ব পালন করবেন। দলনেতা হিসেবে থাকবেন মো. কামরুজ্জামান ও ম্যানেজার রাইসুল আলম খান। নয় শাটলার হচ্ছেন-খন্দকার আবদুস সোয়াদ, আয়মান ইবনে জামান, মোয়াজ্জেম হোসাইন অহিদুল, আল-আমিন জুমার, গৌরব সিংহ, আবদুল জাহির তানভির, মিজানুর রহমান, রাহাতুন নাঈম ও উর্মি আক্তার। সিডনিতে খেলা সম্পর্কে রাসেল কবির সুমন বলেন, ‘এর আগে ছেলে মেয়েরা থাইল্যান্ডে দুটি টুর্নামেন্টে খেলেছে। এবার সিডনিতে যাবে। এসএ গেমসের আগে এই দুই দেশের চারটি টুর্নামেন্ট তাদের শানিত করবে। আশাকরি এর মধ্য দিয়ে এসএ গেমসে কাাঙ্ক্িষত ফল আমরা অর্জন করতে পারব।’ তিনি যোগ করেন, ‘আমি একটি টুর্নামেন্ট করে চলে আসবো। দ্বিতীয়টিতে কোচের দায়িত্ব পালন করবেন ম্যানেজার রাইসুল আলাম খান। তিনিও আমার মতো তালিকাভূক্ত কোচ।’

আরও পড়ুন

Lading . . .