টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে নেদারল্যান্ডস দল
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবার বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল। গতকাল সকালে ঢাকায় পা রাখে ডাচ্রা। এরপর সেখান থেকেই আরেকটি ফ্লাইটে রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ হবে সেখানেই।
চলতি মাসে ভারতের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দেশটির সরকার বেঁকে বসায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাতিল করে সে সফর। এমন অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়ে সীমিত ওভারের সিরিজ খেলতে দেশে এলো নেদারল্যান্ডস। আজ সন্ধ্যায় ও আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে ডাচদের। বাংলাদেশ নেদারল্যান্ডস ক্রিকেট দলের এটি তৃতীয় সফর। তবে আগের কোনোটিই দ্বিপক্ষীয় সিরিজ ছিল না। ২০১১ বিশ্বকাপে তারা এখানে খেলে বাংলাদেশের বিপক্ষেই। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা এ দেশে খেলে ৭টি ম্যাচ, তবে কোনোটিই বাংলাদেশের বিপক্ষে নয়। বাংলাদেশ সফরের ঠিক আগমুহূর্তে স্কোয়াডে তিনটি পরিবর্তনও আনে নেদারল্যান্ডস। দলের উল্লেখযোগ্য সংযোজন ১৭ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটার সেড্রিক ডি ল্যাঙ্গে। এ ছাড়াও এই সিরিজে খেলবেন পেসার সেবাস্তিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ ও আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি নিতে এক সপ্তাহ আগেই সিলেট গেছে বাংলাদেশ দল। এর আগে ঢাকাতেও দশ দিনের মতো অনুশীলন করে টাইগাররা। আগামী ৩০শে আগস্ট গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। ১ ও ৩রা সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচে। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
আরও পড়ুন