Advertisement
  • হোম
  • খেলা
  • প্রেম থেকে যেভাবে রাজনীতিবিদ প্রিয়ার সঙ্গে বিয়ের প...

প্রেম থেকে যেভাবে রাজনীতিবিদ প্রিয়ার সঙ্গে বিয়ের পথে রিংকু সিং

মানবজমিন

প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

24obnd

চলতি বছরের জুনে বাগদান সম্পন্ন করেছেন ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও দেশটির সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। আগামী নভেম্বরেই বিয়ের দিনক্ষণ ধার্য থাকলেও রিংকুর ব্যস্ততার কারণে তা পিছিয়ে আগামী বছর নিয়ে যাওয়া হয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্ব প্রিয়ার সঙ্গে পরিচয় ও প্রেমের বিষয়ে দেশটির সংবাদমাধ্যম নিউজ২৪-এর সঙ্গে খোলামেলা কথা বলেছেন রিংকু সিং।

দু’জনের পরিচয়টা একেবারেই আধুনিক উপায়ে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। ইন্টারনেটে প্রথমবার প্রিয়াকে দেখে মনে দোলা দেয় রিংকুর। তবে প্রথমেই নিজ থেকে কথা বলতে ইতস্তত বোধ করেন তিনি। ২৭ বছর বয়সী রিংকু বলেন, ‘২০২২-এ কোভিডের সময় আমার একটা ফ্যান পেজ ছিল, সেখানে প্রিয়ার একটা ছবি পোস্ট করা হয়। ওদের গ্রামে ভোট নিয়ে কিছু ছিল। প্রিয়ার বোনই ছবি আর ভিডিও তোলে, তাই মনে হয় ও-ই ফ্যান পেজটাকে ছবি দেয়ার জন্য বলে। আমি সেই ছবিটি দেখলাম আর প্রিয়াকে ভালো লেগে গেল। মনে হলো, ও-ই আমার জন্য পারফেক্ট। ওকে তখন মেসেজ করতে চাইলেও, পরে আবার ভাবলাম এটি ঠিক হবে না।’ পরে এই দ্বিধা ভাঙে প্রিয়ার এগিয়ে আসার কারণেই। সমাজবাদী দলের এ সাংসদ রিংকুর কয়েকটি ছবিতে লাইক দেন।

সেখান থেকেই কথোপকথন ও মন দেয়া-নেয়া শুরু এ যুগলের। রিংকু বলেন, ‘ও আমার কয়েকটা ছবিতে লাইক দেয়। তারপর আমি ওকে ইনস্টাগ্রামে মেসেজ করলাম, আর সেখান থেকেই সবকিছু শুরু হলো। তারপর আমরা কথা বলতে শুরু করলাম। দু-এক সপ্তাহের মধ্যেই আমরা নিয়মিত কথা বলতাম, ম্যাচের আগেও কথা হতো। তাই ২০২২ থেকেই ওর প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করি।’ দু’জনের মধ্যে পরিচয় ও কথাবার্তা চলাকালীনই সংসদ সদস্য হন প্রিয়া। উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মাছলীশহর থেকে সমাজবাদী দল থেকে ভোটে জিতে লোকসভার সদস্য হন তিনি। রাজনৈতিক ব্যস্ততার কারণে কথার এখন আর তেমন কথা বলার মতোও সময় পান না তারা। রিংকুর ভাষায়, ‘ওর সারা দিন নানা কাজ থাকে। গ্রামে যায়, মানুষের কথা শোনে, সংসদেও যেতে হয়। তাই শুধু রাতেই একটু কথা হয়।’

চলতি বছরের ৮ই জুন বাগদান সম্পন্ন হয় রিংকু ও প্রিয়ার। সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, অভিনেত্রি ও অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা, ক্রিকেটার ভুবেনেশ্বর কুমারের মতো ক্রিকেটীয় ব্যক্তিত্বরাও। আগামী সেপ্টেম্বরে পর্দা উঠছে এশিয়া কাপের, যেখানে ভারতের দলে আছেন রিংকুও। তাই বিয়ে আপাতত পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে নেয়া হয়েছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুন

Lading . . .