প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজ। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সবশেষ লন্ডন টেস্টে ভারতের নাটকীয় জয়ে অগ্রণী ভূমিকা রেখে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে সিরাজ।
টেস্ট বোলারদের মধ্যে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন প্রাসিধ কৃষ্ণা, গাস অ্যাটকিনসন ও ম্যাট হেনরিও।
বুধবার প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ১২ ধাপ উন্নতি করেছেন সিরাজ। টেস্ট বোলারদের মধ্যে তিনি এখন আছেন পঞ্চদশ স্থানে। তার আগের সেরা অবস্থান ছিল ষোড়শ, ২০২৪ সালের জানুয়ারিতে।
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টেস্টে বল হাতে আলো ছড়ান সিরাজ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটসহ ম্যাচে মোট ৯ উইকেট নেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তারই হাতে।
ওভালে ৬ রানের অবিশ্বাস্য জয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২-২ সমতায় শেষ করে ভারত। টেস্টে যা তাদের সবচেয়ে অল্প রানে জয়।
ম্যাচটিতে উজ্জ্বল ছিলেন সিরাজের সতীর্থ প্রাসিধ কৃষ্ণাও। দুই ইনিংসেই ৪টি করে উইকেট নেন এই পেসার। তাতে ২৫ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৫৯তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
ভারতের দ্বিতীয় বোলিং জুটি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই ৪টি বা তার বেশি উইকেট নেন সিরাজ ও প্রাসিধ। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশটির হয়ে প্রথম এই কীর্তি গড়েছিলেন বাঁহাতি স্পিনার বিষান বেদি ও অফ স্পিনার এরাপাল্লি প্রাসান্না।
ভারতের বিপক্ষে হারলেও বল হাতে নিজেদের মেলে ধরেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন ও জশ টং। দুই পেসারই ম্যাচে ৮টি করে উইকেট নেন। তাতে প্রথমবারের মতো র্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নেন অ্যাটকিনসন। দুই ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে দশম স্থানে আছেন তিনি। আর ১৪ ধাপ উন্নতি করে টংয়ের আছেন ৪৬ নম্বরে।
জিম্বাবুয়ের বিপক্ষে নিউ জিল্যান্ডের ৯ উইকেটে জেতা টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এবারের হালনাগাদে। প্রথম ইনিংসে ৬টি সহ ম্যাচে ৯ উইকেট নিতে কিউই পেসার ম্যাট হেনরির উন্নতি ৩ ধাপ। ক্যারিয়ার সেরা চার নম্বরে এখন তিনি। প্রথমবারের মতো ৮০০ রেটিং পয়েন্ট পার করলেন হেনরি (৮১৭)।
টেস্ট বোলারদের র্যাংকিংয়ে আগের মতোই শীর্ষ তিনে যথাক্রমে ভারতের জাসপ্রিত বুমরাহ, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
ওভালে সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের শীর্ষস্থান আরও মজবুত করেছেন জো রুট। আগ্রাসী ব্যাটিংয়ে দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিতে এক ধাপ এগিয়ে দুইয়ে এখন রুটের সতীর্থ হ্যারি ব্রুক। তিনে নেমে গেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। যথারীতি চারে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে ৩ ধাপ উন্নতি করেছেন ইয়াশাসভি জয়সওয়াল। পঞ্চম স্থানে আছেন ভারতীয় ওপেনার। চার ধাপ এগিয়ে নবম স্থানে এখন নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল।
টেস্ট অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই চূড়ায় ভারতের রাভিন্দ্রা জাদেজা।
আরও পড়ুন