Advertisement
  • হোম
  • খেলা
  • বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিটের দাম জানালো ...

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের টিকিটের দাম জানালো বিসিবি

মানবজমিন

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

24obnd

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৩০শে আগস্ট মাঠে গড়াবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এ সিরিজের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে বসেই সর্বনিম্ন ১৫০ টাকায় ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

আসন্ন সিরিজের টিকিটের সর্বোচ্চ মূল্য ২০০০ টাকা। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৩০শে আগস্ট প্রথম ম্যাচের পর যথাক্রমে ১লা ও ৩রা সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পরের দু’টি ম্যাচ। টিকিট পাওয়া যাবে বিসিবি’র অফিশিয়াল প্ল্যাটফর্মগুলোতে, যার মধ্যে রয়েছে ওয়েবসাইট gobcbticket.com.bd এবং বিসিবি টকিট অ্যাপ। এ সিরিজে পশ্চিম গ্যালারির শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি বা গ্রিন হিল এলাকা থেকে সবচেয়ে কম দামে মাচ উপভোগ করতে পারবেন আগত দর্শকরা।

এ দুই জায়গার টিকিটের দাম ১৫০ টাকা। উত্তর-পূর্ব গ্যালারির শহীদ আবু সাইদ স্ট্যান্ডের টিকিট মিলবে ২৫০ টাকায়। এছাড়া ক্লাব হাউসে (ব্লক এ ১-ই ১) বসে খেলা দেখতে চাইলে খরচ করতে হবে ৫০০ টাকা। আর আপার ইস্ট-ওয়েস্ট এবং লোয়ার ইস্ট-ওয়েস্টের গ্র্যান্ড স্ট্যান্ডে বসে ম্যাচ উপভোগ করতে চাইলে গুনতে হবে জনপ্রতি ২০০০ টাকা করে।

আরও পড়ুন

Lading . . .