Advertisement

আনন্দ এসসি ফাইনালে

মানবজমিন

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

24obnd

ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আনন্দ স্পোর্টিং ক্লাব। গতকাল জুরাইন মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা ৩-২ গোলে শ্যামপুর ক্লাবকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। জয়ী দলের হয়ে নয়ন দুটি ও সিয়াম এক গোল করেন। দিনের আরেক সেমিফাইনালে জুরাইন যুব সংঘ ২-১ গোলে হাসু একাদশকে হারিয়ে ফাইনালে ওঠে। জয়ী দলের হয়ে হানির ও ইব্রাহিম একটি করে গোল করেন। শুক্রবার একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুস্কার তুলে দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর মীর হোসেন মিরু।

আরও পড়ুন

Lading . . .