প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

ভারতীয় দল বেশ অস্বস্তিতেই ছিল শেষ কিছুদিন ধরে। পেসার জাসপ্রিত বুমরাহ আসন্ন এশিয়া কাপে খেলবেন কি না, তা নিয়ে অপেক্ষায় ছিল বিসিসিআই। চোটের কারণে তার খেলা ছিল বেশ অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা।
বুমরাহর সঙ্গে চোটের সখ্যতাটা বেশ অনেক দিনের পুরোনো। তাকে নিয়ে একটা সিরিজের সব টেস্টে খেলতেও পারে না ভারত। খেললে কী হতে পারে, তার একটা নমুনা ভারত দেখেছে গেল বছর অস্ট্রেলিয়া সিরিজের পর। চোট নিয়ে ৩ মাস মাঠের বাইরে ছিলেন বুমরাহ।
সদ্যসমাপ্ত ইংল্যান্ড সফরে তাই ৩ ম্যাচেই তাকে খেলিয়েছে ভারত। সব ম্যাচ খেলানোর সাহস দেখায়নি টিম ম্যানেজমেন্ট। তবে এরপরও তার চোট নিয়ে ভয় রয়ে গিয়েছিল। সে শঙ্কাটা কেটে গেছে এখন। তিনি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলবেন বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম।
বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, ‘বুমরাহ নির্বাচকদের জানিয়ে দিয়েছেন যে তিনি এশিয়া কাপের জন্য প্রস্তুত। নির্বাচকরা আগামী সপ্তাহে বৈঠকে বসলে এ বিষয়টি চূড়ান্ত হবে।’
ইংল্যান্ডে তিন টেস্টে বুমরাহ নিয়েছেন ১৪ উইকেট। তার সেরা বোলিং ফিগার ছিল ৭৪ রান খরচায় ৫ উইকেট। ফরম্যাট যাই হোক, বুমরাহর নিয়ন্ত্রিত বোলিং আর গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকারের ক্ষমতা তাকে টি–টোয়েন্টিতেও অমূল্য করে তোলে।
শুধু বুমরাহ নন, ভারতীয় দলে ফিরছেন টি–টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও। তিনি মিউনিখে ক্রীড়া সংক্রান্ত হার্নিয়ার অস্ত্রোপচার করিয়েছিলেন জুনে। এর পর বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেস টেস্ট দেন তিনি।
বোর্ডের এক সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘অস্ত্রোপচারের পর খেলায় ফেরার জন্য ফিটনেস টেস্ট বাধ্যতামূলক। সূর্য ফিটনেস টেস্ট উতরে গেছেন।’
আইপিএলের শেষ মৌসুমে দুর্দান্ত খেলেছেন সূর্য। করেছিলেন ৭১৭ রান। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এক মৌসুমে ৬০০ রানের বেশি করা দ্বিতীয় ব্যাটার তিনি, তার আগে এই কৃতিত্ব ছিল শুধু শচীন টেন্ডুলকারের।
এশিয়া কাপে ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে। আর পাকিস্তানের বিপক্ষে জমজমাট লড়াই হবে ১৪ সেপ্টেম্বর।