প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকটি সভা করেছেন আমিনুল ইসলাম বুলবুল। এবার আরও একটি সভা করতে যাচ্ছেন তিনি। আগামী শনিবার বিভিন্ন ইস্যুতে বসতে যাচ্ছে পরিচালনা পর্ষদের সভা। তবে সরাসরি উপস্থিত থাকছেন না প্রেসিডেন্ট বুলবুল। ব্যক্তিগত ছুটিতে বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে আছেন তিনি। বোর্ড সূত্রে জানা গেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় উপস্থিত থাকবেন তিনি। এ ছাড়াও দেশে না থাকায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
এবারের বোর্ড সভায় গুরুত্ব পাবে বিপিএল। আগামী মৌসুম থেকে ঘরোয়া টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব পেতে যাচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। সে বিষয়টি নিয়েই বোর্ড পরিচালকদের মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত হবে কারা পাচ্ছে আয়োজনের দায়িত্ব। একই সঙ্গে আয়-ব্যয় থেকে শুরু করে নানা বিষয়াধি নিয়েও আলোচনার কথা রয়েছে। বোর্ড সভায় আরও গুরুত্ব পাবে ঘরোয়া টুর্নামেন্ট, এশিয়া কাপ থেকে শুরু করে নারী ক্রিকেটের নানা বিষয়ও।