প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

লিটন কুমার দাসের অধিনায়কত্বটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পাকিস্তান সফরে গিয়ে ধবলধোলাই! তবে লিটনের দল দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার মাটিতে পিছিয়ে পড়ে সিরিজ জয়ের পর ঘরের মাঠে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে দিয়ে হ্যাটট্রিক সিরিজ জিতেছে টাইগাররা। আজ ডাচ্দের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। আগেই সিরিজ জিতে যাওয়ায় আজকের ম্যাচটি কার্যত নিয়ম রক্ষার। তবে এশিয়া কাপের আগে এটাই শেষ ম্যাচ হওয়ায় স্বাগতিকরা এই ম্যাচকে বেছে নিতে পারে বেঞ্চের শক্তি পরীক্ষা করার জন্য।
বাংলাদেশ এর আগেও এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে কয়েকবার। তবে শেষ ম্যাচেও দেখা গেছে সেরা একাদশই খেলানো হয়েছে। পাকিস্তানের বিপক্ষে গত সিরিজে সেই ধারার পরির্তন আনে লিটন-ফিল সিমন্স জুটি। তারা শেষ ম্যাচে একাদশে আনেন ৫ পরিবর্তন। শেষ পর্যন্ত বাংলাদেশ ওই ম্যাচ হারলেও টিম ম্যানেজমেন্টের সামনে স্পষ্ট হয়ে যায় বেঞ্চে বসে থাকা ক্রিকেটাররা ঠিক কতোটা প্রস্তুত।
আজও একই দৃশ্যপট, আজও কী একই পথে হাঁটবেন লিটন-সিমন্স! যুক্তি বলে হাঁটার কথা। নেদারল্যান্ডস সিরিজকে দেখা হচ্ছে এশিয়া কাপের আগে প্রস্তুতি মঞ্চ। অবশ্য ভারত না আসাতেই ডাচ্দের ডেকে আনা হয়েছে। তবে এই সিরিজের যদি প্রস্তুতি শতভাগ নিতে হয় তাহলে সবাইকেই যাচাই করতে হবে। অবশ্য দ্বিতীয় ম্যাচে তার কিছুটা আঁচ পাওয়া গেছে। রিশাদ হোসেনের জায়গায় নাসুম আহমেদ ও শরিফুলের জায়গায় খেলেছেন তানজিম হাসান সাকিব। বেঞ্চে এখনো ম্যাচ খেলেননি নুরুল হাসান সোহান ও মোহাম্মদ সাইফউদ্দিন। পাকিস্তান সিরিজেও প্রথম দুই ম্যাচে বসে থাকার পর শেষ ম্যাচে সুযোগ পেয়ে দারুণ পারফর্ম করেন সাইফ। আর সোহান তো এই সিরিজ দিয়েই দলে ফিরেছেন ৩ বছর পর। সাইফউদ্দিনকে অবশ্য আগের সিরিজে কিছুটা দেখার সুযোগ হয়েছে। কিন্তু দীর্ঘদিন পর দলে ফেরা সোহানকে আজ খেলানোই উচিত। এশিয়া কাপের আগে সোহানের অবস্থাটাও তাহলে টিম ম্যানেজমেন্টের কাছে পরিষ্কার হয়ে যাবে।
এ নিয়ে দৈনিক মানবজমিনকে জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, ‘হ্যাঁ সেটাই তো করার কথা। যারা পর্যাপ্ত ব্যাটিং-বোলিং পায়নি তাদের আজ সুযোগ দিতে হবে। যারা বেঞ্চে বসে আছে তাদের তো আজ খেলানো উচিত। এটা তো আমাদের প্রস্তুতি নেয়ার সিরিজ। এখানে সবাইকেই যাচাই করতে হবে। ফলের কথা না ভেবে আশা করি দল আজকে নিজেদের সব জায়গাতেই যাচাই করার সুযোগ নিবে।’
আগে কেনো ব্যাটিং নয়: নেদারল্যান্ডসের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ, অথচ খেলার মাঝেই গ্যালারি ফাঁকা হয়ে যাচ্ছে। এমন বিরল ঘটনাই দেখা গেছে সিলেটে। এর মূল কারণ রান না হওয়া! দুই ম্যাচেই স্বাগতিক বোলারদের তোপের মুখে অল্পতেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে ১৩৬ রান করলেও পরের ১০৩ রানেই শেষ তাদের ইনিংস! ফলে দুই ম্যাচে বাংলাদেশ দলে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন মাত্র ৪ ব্যাটার। খালেদ মাসুদ পাইলটের বিরক্তিটা এখানেই। বাংলাদেশ যেহেতু নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে প্রস্তুতি নেয়ার জন্য তাহলে কেনো আগে ব্যাটিং করলো কোনো ম্যাচে।
দৈনিক মানবজমিনের সঙ্গে আলাপকালে পাইলট বলেন, ‘আমি বুঝলাম না দুই ম্যাচেই কেন টস জিতে আগে ফিল্ডিং করলো। অন্তত প্রথম ম্যাচেই তো বুঝে গিয়েছে নেদারল্যান্ডস দল কেমন! তাহলে দ্বিতীয় ম্যাচেও কেন তাদের আগে ব্যাটিং করাবো! ঘরের মাঠে খেলা, টস জিতলাম আগে ব্যাটিং করবো। পুরো ২০ ওভার ব্যাটিং করে আমাদের বড় স্কোর করার সামর্থ্য দেখা লাগবে না!।’
প্রস্তুতি নেয়ার জন্য নেদারল্যান্ডসকে কেন ডেকে আনা হলো তা নিয়েও প্রশ্ন তোলেন পাইলট। তিনি বলেন, ‘এখন আগস্ট মাস, বৃষ্টিকাল। মাঠই তো ঠিকমতো শুকাতে পারবে না। এই সময়ে যে কোনো মাঠেই উইকেট এমন থাকবে। প্রস্তুতিই যখন নিবো তখন ওমানে গিয়ে খেলতাম! পাকিস্তান যেমন আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে। তাতে কি হতো বড় স্কোরের উইকেটে খেলতে পারতাম, দুবাইয়ের গরমের সঙ্গে আরও মানিয়ে নিতে পারতাম। সবদিক থেকেই লাভ হতো।’
আরও পড়ুন