Advertisement
  • হোম
  • খেলা
  • নেপালের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

নেপালের বিপক্ষে হামজাকে পাচ্ছে না বাংলাদেশ

মানবজমিন

প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

আগেই শঙ্কা ছিল, এবার সেটাই সত্যি হলো। সেপ্টেম্বর উইন্ডোতে নেপালের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরীকে পাচ্ছে না বাংলাদেশ। গতকাল বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে। ৬ ও ৯ই সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার জন্য আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনার পর ম্যানেজার আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ই সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’

আরও পড়ুন

Lading . . .