Advertisement
  • হোম
  • খেলা
  • ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানি ব্যাটার, সাময়...

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পাকিস্তানি ব্যাটার, সাময়িক নিষিদ্ধ করল পিসিবি

কালবেলা

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা
পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্রাফিক্স : কালবেলা

পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটার হায়দার আলিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি); অভিযোগের তদন্ত চলাকালেই তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তারা।

২৪ বছর বয়সী ব্যাটার হায়দার ছিলেন পাকিস্তান ‘শাহীনস’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে। অভিযোগ অনুযায়ী, গত ২৩ জুলাই ম্যানচেস্টারের একটি বাসস্থানে ধর্ষণের ঘটনা ঘটে। ৪ আগস্ট সোমবার পুলিশে রিপোর্ট করা হলে পরদিন তাকে আটক করে ম্যানচেস্টার পুলিশ।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে: ‘২৩ জুলাই ম্যানচেস্টারের একটি স্থানে ধর্ষণের অভিযোগে ৪ আগস্ট একটি রিপোর্ট দায়ের করা হয়। এরপর ২৪ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তদন্ত অব্যাহত আছে।’

ব্রিটেনে চলমান তদন্তের সময় অভিযুক্তদের নাম প্রকাশ না করাই প্রচলিত নিয়ম, তবে পাকিস্তানের মিডিয়া ও বোর্ড সূত্রে নিশ্চিত হওয়া গেছে—ব্যক্তিটি হায়দার আলি।

ঘটনার পরপরই আনুষ্ঠানিক বিবৃতিতে পিসিবি জানায়, তারা তদন্ত সম্পর্কে অবগত এবং খেলোয়াড়ের আইনি অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাকে সহায়তা দিচ্ছে।

‘আইনের প্রতি সম্মান জানিয়ে এবং তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে পিসিবি হায়দার আলিকে সাময়িকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে,’—বলে জানায় বোর্ড।

‘একই সঙ্গে খেলোয়াড়ের আইনি অধিকার সংরক্ষার লক্ষ্যে উপযুক্ত সহায়তাও নিশ্চিত করা হয়েছে।’

পিসিবি আরও জানিয়েছে, যুক্তরাজ্যের আইন ও তদন্ত প্রক্রিয়ার প্রতি তাদের পূর্ণ সম্মান আছে এবং তদন্ত শেষ হওয়ার পর তাদের কোড অব কন্ডাক্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কে এই হায়দার আলি?

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা হায়দার আলি এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন ২টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ। গত ২২ জুলাই ইংল্যান্ড সফর শুরু করে পাকিস্তান শাহীনস দল, যেখানে ছিলেন তিনি।

তরুণ প্রতিভা হিসেবে উঠে আসা হায়দারের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে পাকিস্তান ক্রিকেটে দেখা দিয়েছে চাঞ্চল্য। এখন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষাই একমাত্র পথ—তবে তার ক্রিকেট ভবিষ্যৎ যে ঝুঁকিতে পড়েছে, তা বলাই যায়।

Lading . . .