প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

অ্যাডহক কমিটি দিয়ে কার্যক্রম চালাচ্ছে দেশীয় ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। আগামী ৪ঠা সেপ্টেম্বর নির্বাচনের মধ্যে দিয়ে দায়িত্ব নেবে নতুন কমিটি। এর মধ্যে নারী দলের সিনিয়র ক্রিকেটার রুমানা আহমেদ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দেশের নারী ক্রিকেট বৈষম্যের শিকার বলে অভিযোগ করেছেন।
বাংলাদেশ দলের অলরাউন্ডার রুমানা আহমেদ নিজের ফেসবুক পেজে নারী ক্রিকেটারদের পিছিয়ে রাখা নিয়ে পোস্ট দিয়েছেন। যদিও পরে তা মুছে (ডিলিট) ফেলেন রুমানা।
তিনি পোস্টে লেখেন, ‘বৈষম্য, বৈষম্য আর বৈষম্য। যেখানে ক্রিকেটে উন্নত দেশগুলো তাদের নারী ক্রিকেটারদের সঙ্গে নিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা নারী ক্রিকেটারদের কোনো প্রকার আলোচনাতেও আনছি না। আমাদের বৈষম্যটা কেন? আমরাও তো এ দেশের ক্রিকেটে গৌরব বয়ে আনছি। বহির্বিশ্বে যেখানে নারীরা ফ্র্যাঞ্চাইজি লীগ যেমন- রিঢ়ষ, নিনষ, ঢ়িংষৃ. খেলে, সেখানে আমরা এটা (নিঢ়ষ) নিয়ে আলোচনা করতে করতে থেমে যাই। বারবার একইভাবে পরের বছর বলে বলেই থেমে যায়। যদিও আমাদের ছেলেদের নঢ়ষ এখনো দাঁড়াতে পারেনি। কিন্তু এই দায়ভার কার?’
১৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই অলরাউন্ডার অভিযোগ করেন, ‘সম্প্রতি বোর্ডে কোয়াব নিয়ে বেশ আলোচনা চলছে। এখানে পুরুষ ক্রিকেটারের অনেক আনাগোনা দেখলেও, কোনো নারী ক্রিকেটারের দেখা মিলল না। তাহলে আমাদের অবস্থান কোথায়? যাদের হাত ধরে এই নারী ক্রিকেট তারাই বা কোথায় এখন? তামিম-সাকিব-মাহমুদুল্লাহ যদি সবার আলোচনাতে থাকে, সালমা-রুমানা-জাহানারাদের নিয়ে কোথায় আলোচনা? কবে আমরা নারী-পুরুষের বৈষম্য দূর করব? কবে একটা সুন্দর সংস্কৃতি তৈরি করব? এত বছরের ক্রিকেট ক্যারিয়ারে এটুকু মূল্যবোধ তো আশা করতেই পারি।’
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অবশ্য বিস্তারিত কিছু লেখেননি। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ক্রিকেটার আর নারী ক্রিকেটারের ভেতর পার্থক্য আছে বন্ধু।’
এ ব্যাপারে কোয়াবের নীতি নির্ধারকদের একজন নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন কোয়াবে কোনো বৈষম্য নেই। তিনি বলেন, ‘রুমানা যে লিখছে এটা ওর মনের কথা লিখছে! প্রথম কথা হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন সবার জন্য, নারী-পুরুষ ক্রিকেটার সবার জন্য। এখানে কোনোরকম বৈষম্য নেই। আর দ্বিতীয়ত অ্যডহক কমিটি আমরা যারা দায়িত্ব নিয়েছি, এখানে গঠনতন্ত্র পরিবর্তন করা এবং সামনে কিভাবে এগোনো যায় সেটার দায়িত্বভার নিয়েছি আর নির্বাচনের প্রসেসটা যেন সুষ্ঠভাবে করতে পারি...সেভাবে আমরা পদক্ষেপগুলো নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘মহিলাদের জন্য আমাদের গঠনতন্ত্রেই আছে, আমরা তাদের উইং খুলে দিয়েছি তারা উইংয়ে আসতে পারবে। ওদের লীগ তো অনেক কম টাকা দিয়ে হয়, জমজমাটও নয়। ওদের সাবস্ক্রিপশন যেন দেওয়ার মতো হয় সেজন্য আমরা দিয়েছি, এটা কাউকে ছোট করার জন্য নয়। হয়তো যোগাযোগের ঘাটতির কারণে ভুল বোঝাবুঝি হতে পারে আসলে বিষয়টি এমন নয়। কোয়াব অবশ্যই ফর দি ক্রিকেটার, অফ দি ক্রিকেটার, বাই দি ক্রিকেটার; সেটা সবার জন্য।’
আরও পড়ুন