Advertisement
  • হোম
  • খেলা
  • ‘এখনো অনেক কিছু করার বাকি আছে’ হ্যাটট্রিকের পর রোন...

‘এখনো অনেক কিছু করার বাকি আছে’ হ্যাটট্রিকের পর রোনালদো

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

ক’মাস আগেই ৪০ বছর পূর্ণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা মাঠের পারফরম্যান্সেই তার প্রমাণ দিচ্ছেন সিআর সেভেন খ্যাত স্ট্রাইকার।
বৃহস্পতিবার রাতে রিও আভের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেন রোনালদো। ৪-০ গোলে জেতে আল নাসর। এদিন ম্যাচের গোল করার মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে রোনালদো লেখেন, ‘আমাকে ধাক্কা দিতে থাকো, এখনো অনেক কিছু করার বাকি আছে।’ রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৯৩৮। এস্তাদিও আলগার্ভের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আল নাসর। তাদের আধিপত্যে একরকম অগোছালো ছিল পর্তুগিজ ক্লাবটি। হ্যাটট্রিক করলেও রোনালদোর শুরুটা ছিল ভিন্ন। একাধিক সুযোগ হাতছাড়া করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। রোনালদোর সুযোগ নষ্টের ভীড়ে ১৫ মিনিটে মোহাম্মাদ সিমাকানের গোলে লিড নেয় আল নাসর। মাত্র ১ ম্যাচে নামা জোয়াও ফেলিক্সের অ্যাসিস্টে জালে বল জড়ান সিমাকান। বেশ কয়েকবার হতাশ করার পর অবশেষে ৪৪ মিনিটে আল নাসরকে গোল এনে দেন রোনালদো। আবারো ফেলিক্সের অ্যাসিস্ট। ২৫ বছর বয়সী নয়া এ ফুটবলারের সহায়তায় জালে বল জড়ান রোনালদো। ৬৩তম মিনিটে পেনাল্টি পায় আল নাসর। নিঃস্বার্থভাবে রোনালদো সেই পেনাল্টি শট নেয়ার জন্য সাদিও মানেকে আমন্ত্রণ জানান। মানের পেনাল্টি ঠেকিয়ে দেন আভের গোলরক্ষক সেজারি মিসতা। যদিও এই দুঃখ ভুলতে মাত্র ১৬ সেকেন্ড লেগেছে আল নাসর সমর্থকদের। ওয়েসলির বাড়ানো বল থেকে দারুণ হেডে দলের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন সি আর সেভেন। পাঁচ মিনিট পর আবারও প্রতিপক্ষের ডি বক্সে ফেলিক্স ফাউলের শিকার হলে ফের পেনাল্টি পায় আল নাসর। এ যাত্রায় আর অন্য কাউকে পেনাল্টির দায়িত্ব দেননি রোনালদো। স্পট কিক থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
সৌদি প্রো লীগ সিজনের আগে আগামীকাল স্পানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষে খেলবে আল নাসর।

আরও পড়ুন

Lading . . .