Advertisement
  • হোম
  • খেলা
  • কুলদীপ-দুবের বিধ্বংসী বোলিংয়ে ৫৭ রানে

কুলদীপ-দুবের বিধ্বংসী বোলিংয়ে ৫৭ রানে

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

কুলদীপ-দুবের বিধ্বংসী বোলিংয়ে ৫৭ রানে
কুলদীপ-দুবের বিধ্বংসী বোলিংয়ে ৫৭ রানে

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপে গ্রুপ 'এ’ এর ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে গেছে আয়োজক দেশটি। মাত্র ১৩.১ ওভার ব্যাট চালাতে পেরেছে তারা।

টস জিতে প্রথমে ফিল্ডিং নেয় ভারত। শুরুতেই জসপ্রিত বুমরাহ ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে ধস নামান। আলিশান শরাফুকে ফিরিয়ে দেন তিনি। এরপর পঞ্চম ওভারে বরুণ চক্রবর্তী তুলে নেন মোহাম্মদ জোহাইবকে।

তবে ইনিংসের মূল বিপর্যয় নেমে আসে নবম ওভারে। কুলদীপ যাদব একাই নেন তিনটি উইকেট। রাহুল চোপড়া, মোহাম্মদ ওয়াসিম এবং হারশিত কৌশিককে ফিরিয়ে দেন তিনি। শেষ দিকে তিনি হায়দার আলিকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান। ফলে মাত্র ২.১ ওভারে ৭ রানে ৪ উইকেট নিয়ে কুলদীপ সবচেয়ে সফল বোলার।

শিবম দুবেও বল হাতে চমক দেখান। মাত্র দুই ওভারে তুলে নেন ৩ উইকেট। অক্ষর প্যাটেলও একটি উইকেট পান।

শেষ পর্যন্ত মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় আমিরাত। সবচেয়ে বেশি রান করেছেন আলিশান শরাফু (২২) ও অধিনায়ক ওয়াসিম (১৯)। বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ভারতের সামনে জয়ের জন্য এখন সহজ লক্ষ্য, মাত্র ৫৮ রান।

এফবি/এমএইচএম

আরও পড়ুন

Lading . . .