Advertisement
  • হোম
  • খেলা
  • আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল

ভোরের কাগজ

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

স্বাগতিক বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ছবি : সংগৃহীত
স্বাগতিক বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে আজ স্বাগতিক বাহরাইনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এ ম্যাচের মাধ্যমে দলের শক্তি ও দুর্বলতার দিকগুলো চিহ্নিত করতে চান হেড কোচ সাইফুল বারী টিটু। প্রতিপক্ষ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও লাল-সবুজ শিবিরের লক্ষ্য জয় দিয়ে শুরু করা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

রোববার বাহরাইনের প্রচণ্ড গরমেও থেমে থাকেনি বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্প। টানা তৃতীয় দিনের মতো অনুশীলন সেরেছে টিটুর শিষ্যরা। এশিয়ান কাপের বাছাই পর্বকে সামনে রেখে কোনো ঘাটতি রাখতে চান না পিয়াস নোভারা-রা। যার অংশ হিসেবে আজকের ম্যাচ ছাড়াও আগামী ২২ আগস্ট আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আরো পড়ুন : ইনজুরি কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন মেসির

প্রথম প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে দারুণ আশাবাদী দলের খেলোয়াড়রা। যদিও বাহরাইনের বৈরী আবহাওয়া কিছুটা ভুগিয়েছে তাদের, তবে ধীরে ধীরে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন তপু ও তানিন সালিকরা। তবে ইনজুরির কারণে আবাহনীর ফরোয়ার্ড শেখ মোরসালিনকে পাচ্ছেন না কোচ টিটু।

এ প্রসঙ্গে তিনি বলেন, মোরসালিন সম্ভবত খেলবে না। এএফসি চ্যালেঞ্জ লিগে আবাহনীর হয়ে খেলতে গিয়ে সামান্য ইনজুরিতে পড়েছিল।

ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে বিল্ড-আপ ফুটবল ও ফিনিশিং নিয়ে কাজ করেছেন সাইফুল বারী টিটু। পাশাপাশি বাহরাইনের হাই প্রেসিং ফুটবলের বিপক্ষে কীভাবে ডিফেন্স শক্ত রাখতে হবে, সেটি নিয়েও হয়েছে বিশেষ অনুশীলন সেশন।

Lading . . .