Advertisement
  • হোম
  • খেলা
  • ফের বৃষ্টিতে খেলা বন্ধ, বাংলাদেশের সংগ্রহ ১৮.২ ওভা...

ফের বৃষ্টিতে খেলা বন্ধ, বাংলাদেশের সংগ্রহ ১৮.২ ওভারে ১৬৪/৪

মানবজমিন

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

আবারও বৃষ্টিতে খেলা বন্ধ রয়েছে। বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮.২ ওভারে চার উইকেট হারিয়ে ১৬৪ রান। ১১ বলে ২২ রানে সোহান ও ১৩ বলে ২০ রানে ব্যাট করছেন জাকের আলী।

এর আগে লিটন আউট হওয়ার এক বল পর শামীমও আউট হলেন। ক্লাইনের বলে পুল করতে গিয়ে উইকেটের পেছনের স্কট এডওয়ার্ডসের হাতে ধরা পড়লেন শামীম।

সিরিজের প্রথম দুই ম্যাচে ৫৪ ও ১৮ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। আজও অপরাজিত থাকলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তিনিই হতেন বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান, যিনি তিন ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে তিনবার ব্যাট করে নট আউট থাকলেন।

কিন্তু সেটা হলো না। কাইল ক্লাইনের বলে মিড অফে ম্যাক ও’ডাউডকে ক্যাচ দিয়ে ফিরলেন লিটন। আউট হওয়ার আগে ৪৬ বলে করলেন ৭৩ রান।

৩২ মিনিট পর ফের খেলা শুরু

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল। বৃষ্টি থামার পর খেলা শুরু হলো সন্ধ্যা ৭টা ৯ মিনিটে। ৩২ মিনিট নষ্ট হলেও ওভার কাটা হয়নি। ব্যাট করছেন লিটন কুমার দাস ও তৌহিদ হৃদয়। লিটন ৪৫ ও হৃদয় ৫ রানে ব্যাট করছেন।

সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ম্যাচে এসে টসে জিতলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ডাচদের বিপক্ষে সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাটিং করবে লিটন কুমার দাসের দল। ডাচদের বিপক্ষে আগের দুই ম্যাচে টসে জিতে বোলিং বেছে নেয় টাইগাররা।বাংলাদেশের একাদশে এসেছে ৫ পরিবর্তন। বিশ্রাম দেয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, শেখ মেহেদী, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানকে। দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

আরও পড়ুন

Lading . . .