Advertisement
  • হোম
  • খেলা
  • ব্যালন ডি’অরকে ‘মনগড়া’ বললেন রোনালদো

ব্যালন ডি’অরকে ‘মনগড়া’ বললেন রোনালদো

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

ফুটবল ক্যারিয়ারে পাঁচবার ব্যালন ডি’অর নিজের হাতে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার টানা দ্বিতীয় বছর ব্যালন ডি’অরের জন্য মনোনীত ৩০ জনের তালিকায় জায়গা করে নিতে পারেননি এ কিংবদন্তি ফুটবলার। আটবার ব্যালন ডি’অরজয়ী লিওনেল মেসিও এবার মনোনীতদের তালিকায় দ্বিতীয়বারের মতো ঠাঁই পাননি। মেসির পক্ষ থেকে এ নিয়ে এখনো কিছু শোনা না গেলেও রোনালদো ব্যালন ডি’অরকে ‘মনগড়া’ বলে আখ্যা দিয়েছেন।
গত প্রীতি ম্যাচে রিও আভেকে ৪-০ গোলে হারায় রোনালদোর দল আল নাসর।

এদিন সৌদি ক্লাবটির হয়ে হ্যাটট্রিক করেন রোনালদো। এ ম্যাচের পর ‘স্পোর্ট টিভি পর্তুগাল’ রোনালদোর কাছে জানতে চেয়েছিল, এবার ব্যালন ডি’অর জিততে পারেন কে? তখন ৪০ বছর বয়সী রোনালদো বলেন, ‘এটা আমার কাছে মনগড়া লাগে।’রোনালদোর মুখে ব্যালন ডি’অর কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনা এই প্রথম নয়। এর আগেও ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি এ পুরস্কার জয়ের পর বিস্ময় প্রকাশ করেছিলেন রোনালদো। ফেবারিট হয়েও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি জিততে না পারায় এই ক্লাবের সাবেক ফরোয়ার্ড রোনালদো ক্ষোভ উগরে বলেছিলেন, ‘এটিতে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল। অনেকবার আমার এটাই মনে হয়েছে এবং রাগ লেগেছে।’

বর্তমান আল নাসর তারকা রোনালদো বর্ষসেরার এ পুরস্কারে প্রথম মনোনয়ন পান ২০০৪ সালে। ২০০৬ সালে প্রথম মনোনয়ন পান মেসি। এবার মনোনয়ন না পেলেও ২০২৪-২৫ মৌসুম কিন্তু খারাপ কাটেনি রোনালদোর। ক্লাবের হয়ে ৩৫ গোলের পাশাপাশি দেশের হয়ে করেছেন ৮ গোল। জেতেন নেশনস লীগও। আর রোনালদোর ক্যারিয়ারের গোলসংখ্যা এখন ৯৩৮।

আরও পড়ুন

Lading . . .