নতুন ফ্র্যাঞ্চাইজির হাত ধরে বিপিএল-এ ফিরতে পারে কুমিল্লা!
প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) চারবার চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে দলটির সাবেক ফ্র্যাঞ্চাইজি মালিক নাফিসা কামাল গত ৫ই আগস্ট গণ-আন্দোলনের মুখে সরকার পতনের আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। তার বাবা আহম মুস্তফা কামাল ছিলেন সাবেক সরকারের অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি। এমন পরিস্থিতিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে দল চালানো সম্ভব হবে না বলে জানা গেছে। তবে কুমিল্লা শহরের জনগণের কাছে দলটির দারুণ জনপ্রিয়তা থাকায় নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে ‘টেন-টুয়েল্ভ স্পোর্টস’ ইভেন্ট ম্যানেজমেন্ট নামে প্রতিষ্ঠান এই (কুমিল্লা) দলটি নিতে আগ্রহ প্রকাশ করেছে। তারা এরই মধ্যে নিজেদের অর্থনৈতিক সক্ষমতার একটি প্রেজেন্টেশনও বিসিবিকে দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক, দলটির মূল ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান হিসেবে থাকবে ফার্স্ট এসএস গ্রুপ। টেন-টুয়েল্ভ স্পোর্টসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কুমিল্লার দলটির জনপ্রিয়তার কারণেই তারা আগ্রহ দেখিয়েছেন। যদি বিসিবি কুমিল্লা নামে দল দিতে রাজি না হয়, তবে তারা অন্য যেকোনো নামে দল নিতে প্রস্তুত। ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা বলেন, ‘বিপিএল-এ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা দলটির দারুণ জনপ্রিয়তা রয়েছে। কুমিল্লার একটি বড় ফ্যানবেজ আছে, যে কারণে এই দলটি নিতে আগ্রহী আমরা। আমরা নাম রাখতে চাইছি কুমিল্লা ফাইটার্স। বিপিএল-এ যে ধরনের অর্থনৈতিক কাঠামোই হোক না কেন, তা দিতে রাজি আছি। আমাদের সেই সক্ষমতাও আছে। তবে কুমিল্লা না হলে আমরা যেকোনো দল চালাতে প্রস্তুত, যদি বিসিবি আমাদের যোগ্য মনে করে। আমরা বিসিবি’র সঙ্গে কথা বলেছি নিজের প্রেজেন্টেশনও দিয়েছি। তবে যে পর্যন্ত বিসিবি অনুষ্ঠানিক ভাবে ফ্র্যাঞ্জাজি চেয়ে বিজ্ঞাপন না দেবে আমরা আবেদন করতে পারছি না।’ এখন পর্যন্ত বিসিবি কোনো ফ্র্যাঞ্চাইজির জন্য বিজ্ঞাপন দেয়নি, তাই কোনো ফ্র্যাঞ্চাইজিই আবেদন করতে পারেনি। জানা গেছে, আগামী সপ্তাহে বিসিবি বিজ্ঞাপন দিতে পারে। অন্যদিকে, এবার ফ্র্যাঞ্চাইজি নিয়োগের আগে বিসিবি বিপিএল-এর পরামর্শক হিসেবে একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে যাচ্ছে। পাঁচটি প্রতিষ্ঠান পরামর্শক হওয়ার জন্য অংশ নিয়েছিল, যার মধ্যে আইএমজি নামের একটি প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া প্রায় চূড়ান্ত। প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির ধরন নিয়ে আলোচনা চলছে। এটি চূড়ান্ত হলেই বিসিবি ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেবে। জানা গেছে, গত বিপিএল’র সাতটি দলের মধ্যে চারটিই এবার থাকছে না। দুর্বার রাজশাহী, চট্টগ্রাম কিংস, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকার্সের মালিকানা ও নাম পরিবর্তন হবে। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স এই তিনটি পুরনো ফ্র্যাঞ্চাইজি দিয়েই এবার বিপিএল পরিচালিত হবে। সঙ্গে যোগ হবে নতুন তিনটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে ঢাকা, রাজশাহী ও সিলেট নতুন মালিকানায় আসতে পারে।
সক্ষমতা ও স্বচ্ছতায় অগ্রাধিকার
জানা গেছে, এবার কোনো জেলার নামে বিপিএল-এ দল দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাই কুমিল্লার ফেরার তেমন কোনো সুযোগ নেই। তবে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল এবার ফ্র্যাঞ্চাইজি দেয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি যাচাই-বাছাই করবে অর্থনৈতিক সক্ষমতা, প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও বিপিএল-এ আসার উদ্দেশ্য। ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত হতে পারে এমন কোনো প্রতিষ্ঠানকে কোনোভাবেই সুযোগ দেবে না বিসিবি। নতুন ফ্র্যাঞ্চাইজিদের বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফি, ব্যাংক গ্যারান্টি এবং ক্রিকেটারদের শতভাগ টাকা পরিশোধের সক্ষমতা থাকতে হবে। এ কারণে প্রতিষ্ঠানটির আর্থিক মূল্যমান ২০০ কোটি টাকার বেশি হতে হবে বলেও জানা গেছে।
আরও পড়ুন