প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

গত মৌসুমেও দারুণ ছন্দে ছিল বার্সেলোনা। সর্বশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে এসে হার দেখতে হয় হান্সি ফ্লিকের দলকে। ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হেরে সেমিফাইনাল পর্যন্ত থামে তারা। এ ম্যাচেই রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স লীগে এক ম্যাচ নিষিদ্ধ হলেন বার্সা কোচ হান্সি ফ্লিক। একইসাথে ২০ হাজার ইউরো জরিমানা করা হয় এ জার্মান কোচকে। একইসঙ্গে কাতালান ক্লাবটির সহকারী কোচ মারকাস সর্গেরও একই শাস্তি পেয়েছেন।
পাশাপাশি বার্সেলোনার দুই তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবার্ট লেভান্ডফস্কিকেও গুনতে হচ্ছে জরিমানা। সেদিনের ম্যাচে সমর্থকদের লাগামহীন উদযাপনের কারণেও ৭৭৫০ ইউরো জরিমানা হয় বার্সাকে। শুক্রবার উয়েফা গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির ঘোষণা দেয়।
চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে অ্যাগ্রিগেটে ৪-৩ ব্যবধানে ইন্টার মিলানের কাছে হারে বার্সা। গত মে মাসে অনুষ্ঠিত সেমিফাইনালের ফিরতি লেগে ইন্টারের কাছে হারের দিন বার্সার জার্মান কোচ ফ্লিক রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। ক্ষিপ্ত ছিলেন সহকারী কোচ মার্কাস সর্গও। একইসঙ্গে লামিনে ইয়ামাল ও লেভান্ডফস্কি শাস্তি পান অ্যা ন্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশাবলী না মানায়। তাদের দুজনকেই ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ টাকার বেশি। এ ছাড়া মাঠে সমর্থকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি পোড়ানোয় ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয় বার্সেলোনাকে। সবমিলিয়ে দর্শকদের আচরণে স্প্যানিশ ক্লাবটিকে ৭৭৫০ ইউরো বা প্রায় ১১ লাখ টাকা গুনতে হচ্ছে। সোমবার তারা ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে ৫ গোলের জয় দেখে দায়েগু এফসির বিপক্ষে। আগামী ম্যাচে জোয়ান কাম্পার ট্রফির ফাইনালে ক্লাব কোমোর সঙ্গে খেলবে বার্সেলোনা।
আরও পড়ুন