দেম্বেলের ব্যালন ডি’অর জয়কে ‘নৈতিক অবিচার’ বললেন ইয়ামালের বাবা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

লামিন ইয়ামালকে দুইয়ে ঠেলে ক্যারিয়ারে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতেছেন উসমান দেম্বেলে। বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না ইয়ামালের বাবা মুনির নাসরাউই। অনুষ্ঠান শেষে থিয়েটার অব দ্য ক্যাসেল ছাড়ার সময় স্প্যানিশ সাংবাদিকদের উদ্দেশ্যে ক্ষোভ ও আত্মবিশ্বাস নিয়ে নাসরাউই বলেন, ‘পরের বছর আমাদের হবে।’ স্প্যানিশ টিভি প্রোগ্রাম এল চিরিংগুইতো দে জুগানোসে রাগের মাত্রা আরও বেড়ে যায় ইয়ামালের বাবার। দেম্বেলের ব্যালন পাওয়ার বিষয়টিকে তিনি আখ্যা দেন ‘নৈতিক অবিচার’ হিসেবে।
ব্যালন ডিঅর অনুষ্ঠান শেষে সোমবার রাতে ভিডিও কলে স্প্যানিশ টিভি প্রোগামটির সঙ্গে যুক্ত হন নাসরাউই। সেখানে কথোপকথনের সময় হতাশা চরমে পৌঁছায় তার। নাসরাউই ডাকাতি শব্দটি ব্যবহার না করলেও, নিজের অনুভূতি স্পষ্ট করে বলেন, ‘আমি মনে করি এটা সবচেয়ে বড়... আমি ডাকাতি বলব না, তবে এটি একজন মানুষের প্রতি নৈতিক অবিচার।’ ছেলের পক্ষ নিয়েই নাসরাউই বলেন, ‘লামিন ইয়ামাল পৃথিবীর সেরা খেলোয়াড়, অনায়াসেই। আমার ছেলে বলে না, সে সত্যিই সেরা। তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’ এরপর তিনি এমন একটি কথা বলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে আলোচনার ঝড় তুলেছে। নাসরাউই বলেন, ‘লামিন ইয়ামাল একজনই। এটি আমাদের স্বীকার করতে হবে যে এখানে খুব অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে।’
বাবা হিসেবে নাসরাউইয়ের হতাশ হওয়া অস্বাভাবিক নয়। ব্যালন ডি’অর গালা শুরুর ঘণ্টাখানেক আগেই তিনি প্যারিস থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিও শেয়ার করেন। এর মধ্যে ছিল একটি স্টুডিওতে ফরাসি র্যা পার লা ফুয়িন-এর সঙ্গে তোলা ছবি, যেখানে র্যা পারের গায়ে ছিল ইয়ামালের বর্তমান ক্লাব বার্সেলোনার জার্সি।
আরও পড়ুন