Advertisement
  • হোম
  • খেলা
  • বার্সেলোনার আর্মব্যান্ড ফিরে ফেলেন স্টেগেন

বার্সেলোনার আর্মব্যান্ড ফিরে ফেলেন স্টেগেন

মানবজমিন

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে বার্সেলোনার গোলরক্ষক মার্ক–আন্দ্রে টের স্টেগেন। এ জার্মান ফুটবলারের অনুপস্থিতিতে গত মৌসুমে বার্সার পোস্টের দায়িত্ব নেন অবসর ভেঙে ফেরা পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। এদিকে চোট কাটিয়ে বার্সায় ফেরার আগে ক্লাবের সঙ্গে দন্দে জড়ান ৩৩ বছর বয়সী স্টেগেন। বার্সেলোনার ইচ্ছা ছিল লা লিগার চোট বদলি নিয়মের অধীন নতুন গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু টের স্টেগেন এতে দ্বিমত হন। তিনি জানিয়ে দেন নিজের চিকিৎসা–সংক্রান্ত কোনো তথ্য তিনি লা লিগার কাছে দেবেন না। এ বিতর্কের জেরে বার্সার অধিনায়কত্ব হারান টের স্টেগেন। তার বদলে নেতৃত্ব দেয়া হয় রোনালদ আরাউহোকে। এমনকি জানা যায় এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়ার উদ্যোগও গ্রহণ করে বার্সা। তবে এক দিনের ব্যবধানে সমস্যা মিটিয়ে আবারও নেতৃত্বে ফেরেন স্টেগেন।

শুক্রবার সন্ধ্যায় বার্সেলোনা জানায়, ‘ক্লাব ঘোষণা করছে যে খেলোয়াড় মার্ক-আন্দ্রে টের স্টেগেন তার অস্ত্রোপচার সম্পর্কিত মেডিকেল রিপোর্ট লা লিগায় পাঠানোর জন্য ক্লাবের প্রয়োজনীয় অনুমোদনে স্বাক্ষর করেছেন। শৃঙ্খলা সংক্রান্ত মামলাটি বন্ধ করা হয়েছে এবং তিনিই আমাদের দলের প্রথম অধিনায়ক’। এদিকে লা লিগা সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, ‘ক্লাব ঘোষণা করছে যে খেলোয়াড় মার্ক-আন্দ্রে টের স্টেগেন তাঁর অস্ত্রোপচার–সংক্রান্ত চিকিৎসা প্রতিবেদন লা লিগায় পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমোদনে স্বাক্ষর করেছেন। শৃঙ্খলাভঙ্গ–সংক্রান্ত মামলা বন্ধ করা হয়েছে এবং তাঁকে অবিলম্বে প্রথম দলের অধিনায়ক হিসেবে পুনর্বহাল করা হয়েছে।’

এ ঘোষণা সামনে আসার আগে একটি বিবৃতি দেন টের স্টেগেনও। যেখানে তিনি লেখেন, ‘বিষয়টির সমাধানে ক্লাবকে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি প্রয়োজনীয় অনুমোদন দিতেও আমি সম্পূর্ণ প্রস্তুত।’

লা লিগার নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড় অন্তত চার মাস মাঠের বাইরে থাকেন। তাহলে তাঁর বেতনের অন্তত ৫০ শতাংশ ক্লাব নতুন খেলোয়াড় নিবন্ধনের জন্য ব্যবহার করতে পারে। বার্সেলোনার ধারণা, টের স্টেগেন অন্তত চার মাস খেলতে পারবেন না। তবে জার্মান এই গোলরক্ষক স্টেগেন বলেন, তিন মাসের মধ্যেই মাঠে ফেরার আশা করছেন তিনি।

আরও পড়ুন

Lading . . .