Advertisement
  • হোম
  • খেলা
  • হিজাব পড়ায় মাঠে হেনস্থার শিকার অজি ব্যাটার উসমান খ...

হিজাব পড়ায় মাঠে হেনস্থার শিকার অজি ব্যাটার উসমান খাজার মা

মানবজমিন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ভারতের বিপক্ষে সর্বশেষ বর্ডার-গাভাস্কার ট্রফিতে হেনস্থার শিকার হন উসমান খাজার মা। শুক্রবার প্রকাশিত ‘এ ন্যাশনাল রেসপন্স টু ইসলামোফোবিয়া’ নামের একটি প্রতিবেদনে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেন অস্ট্রেলিয়ান এ ক্রিকেটার।

৩৮ বছর বয়সী খাজা বলেন, তার মা ফোজিয়া তারিক এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) ভারতের বিপক্ষে ম্যাচ দেখতে গিয়েছিলেন। তখন শুধুমাত্র হিজাব পরার কারণে দু’জন যুবক তাকে লক্ষ্য করে গালিগালাজ করে। সেই প্রতিবেদনে খাজা লেখেন, ‘আজকের সমাজে ঘৃণা সর্বত্র ছড়িয়ে আছে। গত বছরের বক্সিং ডে টেস্টে আমার মা নিজেই সেটা অনুভব করেছেন। তিনি সবসময় পরিবারের সঙ্গে আমার খেলা দেখতে আসেন। যা সবসময় আমাদের জন্য আনন্দের মুহূর্ত। কিন্তু এবার কেবলমাত্র হিজাব পরার কারণে দু’জন যুবক তার পেছনে দাঁড়িয়ে অশ্লীল গালি দিতে শুরু করে।’

খাজা আরও বলেন, ‘আমার মা ভয় পেয়েছিলেন। সেসময় তিনি কী করবেন তা বুঝে উঠতে পারেননি। এ বিষয়ে তিনি অনেক হতাশ হয়ে পড়েন। এ ঘটনায় পুলিশ জড়িত হয়ে পড়ে। কিন্তু মা আর এগোতে চাননি এবং ঘটনাটি প্রকাশ্যে আনতে চাননি।’ খাজা বলেন, ‘ছেলেদের আটক করা হয়েছিল। তবে আমার মা বলেছিলেন, আমি একটি ঘটনার জন্য এই ছোট ছেলেদের জীবন নষ্ট করতে চাই না।’ খাজা বলেন, ‘যারা আমার মায়ের সঙ্গে এমন আচরণ করেছিল তাদের প্রতি আমার রাগ বেড়ে গিয়েছিল। কিন্তু আমি আমার মায়ের ইচ্ছাকে সম্মান করেছিলাম এবং আমরা বিষয়টি গোপন রেখেছিলাম। এমনকি আমার সতীর্থদের কাছ থেকেও।’

আরও পড়ুন

Lading . . .