প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তিন সদস্যের কমিশনের প্রধান করা হয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ হোসেনকে।
অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন, গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ঠিক কত তারিখ হবে নির্বাচন, তা জানায়নি বিসিবি।
জানানো হয়, বর্তমান বোর্ড সভাপতি আমিনুল তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করবেন। এরপর তারাই ঘোষণা করবেন নির্বাচনের তারিখ।
নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে অনেক আগেই। এবার নির্বাচন কমিশন গঠন করার মাধ্যমে পুরোদমে শুরু হলো নির্বাচনী তোড়জোড়।
বিসিবি শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, বোর্ডের সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য নিম্নোক্ত ব্যক্তিবর্গকে দায়িত্ব প্রদান করা হয়েছে :
১. অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট – প্রধান নির্বাচন কমিশনার
২. মো: সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম, অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ এবং প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) – নির্বাচন কমিশনার
৩. জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) – নির্বাচন কমিশনার।