Advertisement
  • হোম
  • খেলা
  • ভারতের জয়ে হায়দরাবাদি ঢঙে প্রশংসা ওয়াইসির, জবাব দি...

ভারতের জয়ে হায়দরাবাদি ঢঙে প্রশংসা ওয়াইসির, জবাব দিলেন সিরাজও

যুগান্তর

প্রকাশ: ৭ আগস্ট, ২০২৫

24obnd

জাসপ্রিত বুমরাহ ছিলেন না বাঁচা মরার লড়াইয়ে। সেই ম্যাচে ভারত রীতিমতো কোণঠাসাই বনে গিয়েছিলেন। ৩৫ রান প্রয়োজন ছিল ইংল্যান্ডের, হাতে ছিল ৪ উইকেট। সেখান থেকে দারুণ এক স্পেলে ইংলিশদের গুঁড়িয়ে দিয়ে ভারতকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। বনে গিয়েছিলেন ভারত ক্রিকেটের নতুন এক পোস্টারবয়।

ভারতের এমন জয়ের পর হায়দরাবাদি ঢঙে সিরাজের প্রশংসা করেছিলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। এবার সিরাজ তার জবাব দিলেন বেশ নম্র সুরে।

পুরো সিরিজে সিরাজ নিয়েছেন ২৩টি উইকেট, যা এই সিরিজে সর্বোচ্চ। সিরিজ ২-২ তে ড্র হলেও ভারতের এই জয়টি ছিল দারুণ এক অর্জন বৈকি! এই দুর্দান্ত পারফরম্যান্সের পর হায়দরাবাদের সংসদ সদস্য ওয়াইসি সিরাজকে অভিনন্দন জানিয়ে একদম হায়দরাবাদি স্টাইলে লেখেন, ‘সবসময়ই তুমি একজন বিজেতা, মোহাম্মদ সিরাজ। আমরা যেমন হায়দরাবাদি ভাষায় বলি, পুরা খোল দিয়ে পাশা, তুমি তাই করলে।’

ভারতের অমন জয়ের পর ওয়াইসির পোস্ট নিয়ে আলোচনা হয়েছিল বেশ। এবার সেই পোস্টের জবাবটা দিলেন সিরাজ। তিনি লিখেছেন, ‘সবসময় আমাকে সমর্থন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার।’

সিরাজের এমন পারফরম্যান্সে মুগ্ধ সাবেক ইংল্যান্ড অলরাউন্ডার মঈন আলিও। তিনি বলেন, ‘সিরাজ এই ইংল্যান্ড সিরিজে অসাধারণ ছিল। ওর বল করার সময় যে প্রাণশক্তি, আগ্রাসন আর ধারাবাহিকতা দেখা যায়, তা বিশ্বমানের। ও এখন ভারতের একজন প্রকৃত ম্যাচ উইনার খেলোয়াড় হয়ে উঠেছে। ব্যাটসম্যানদের জন্য ওকে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে যেটা আমাকে মুগ্ধ করে, তা হলো ওর ডেলিভারির ওপর তার। ওর হৃদয়টা অনেক বড়, আর কখনোই পিছিয়ে যায় না। এটাই ওকে আলাদা করে তোলে। ওর প্রভাবের জন্য ওকে কৃতিত্ব দিতে হবে।’

সিরাজ পাঁচটি টেস্টেই খেলেছেন এবং বল করেছেন ১৮৫.৩ ওভার। এই কঠিন সফরে বল হাতে নিজের সর্বোচ্চটাই দিয়েছেন তিনি, ওয়াইসির ভাষায় যা ‘পুরা খোল দিয়ে, পাশা’।

Lading . . .