প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

ওয়ানডে নারী বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী মাসে। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এবারের আসর। বাংলাদেশ নারী দলের বিশ্বকাপে একটি ম্যাচ ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল শিরোপা উদ্যাপনের জেরে এই মাঠে বিশ্বকাপের ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা আগে থেকেই ছিল। শেষ পর্যন্ত চিন্নাস্বামী অনুমতি না পাওয়ায় বেঙ্গালুরু পরিবর্তে ন্যাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে ম্যাচগুলো। এক বিবৃতিতে এটা নিশ্চিত করেছে আইসিসি। চলতি বছরের জুনে বিশ্বকাপের জন্য পাঁচটি ভেন্যুর নাম প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে ভারতের চারটির সঙ্গে শ্রীলঙ্কার কলম্বোকে রাখা হয়েছে নিরপেক্ষ ভেন্যু হিসেবে। ভারতে বেঙ্গালুরু পাশাপাশি গৌহাটি, বিশাখাপত্তনম ও ইন্দোরকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়। কলম্বোতে ২রা অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। রাউন্ড রবিন পদ্ধতির বিশ্বকাপে ৭ই অক্টোবর ইংল্যান্ড, ১০শে অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ই অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ই অক্টোবর অস্ট্রেলিয়া, ২০শে অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬শে অক্টোবর খেলবে স্বাগতিক ভারতের বিপক্ষে।
নিগার সুলতানা জ্যোতিদের গ্রুপ পর্বের ভারতের বিপক্ষে শেষ ম্যাচ হওয়ার কথা ছিল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে। বাংলাদেশ ও ভারতের ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বের আরও দুইটি ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ও ফাইনালের (যদি পাকিস্তান ফাইনালে উঠতে না পারে) জন্য ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছিল। তবে সেই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
সবশেষ আইপিএলের ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি জিতে বিরাট কোহলিরা। তাড়াহুড়ো করে শিরোপা উদযাপন করতে গিয়ে তবে প্রত্যাশার চেয়ে বেশি মানুষের সমাগম হওয়ায় এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন ৭০ জন। এমন ঘটনার জেরে মেয়েদের বিশ্বকাপের ম্যাচ আয়োজনের অনুমতি পায়নি না কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। বেশ কয়েকটি জিনিসের সংস্কার করতে না পারলেই কেবল আইপিএলের আগামী মৌসুমে এম চিন্নাস্বামীতে খেলার অনুমতি পাবেন কোহলিরা। বিসিসিআই-ও বেঙ্গালুরুর বিকল্প হিসেবে থিরুভানান্তপুরামকে বিবেচনা করেছিল। তবে বেশ কয়েকটি শহর থেকে সেখানে সরাসরি ফ্লাইট না থাকায় শেষ পর্যন্ত মুম্বাইকে বেছে নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এক্ষেত্রে ২৬শে অক্টোবর ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে মুম্বাইয়ে। এ ছাড়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচটি কলম্বোর পরিবর্ততে হবে মুম্বাইয়ে। পাকিস্তান যদি ফাইনালে উঠতে না পারে তাহলে নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও হবে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।
আরও পড়ুন