প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

নির্বাচনী তফসিলে সংশোধন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংশোধিত তফসিল নীচে দেওয়া হলো-
নির্বাচনী তফসিল অনুযায়ী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার তালিকার জন্য নিবন্ধিত ক্লাব সমূহের প্রাপ্তি সাপেক্ষে নামের তালিকা কাউন্সিলর/ভোটারের নিয়ে চিঠি ডিসি নং ১৮৭/২০২৫/১৫২৫ তারিখের ২২.০৯.২০২৫ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিটপিটিশন প্রদান করেন। উক্ত রিটপিটিশনের বিরুদ্ধে সিভিল পিটিশন নং ৩০০২-এর প্রেক্ষিতে দেশের মাননীয় চেম্বার বিচারপতি হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশটি স্থগিত করেন। একারণে নির্বাচনী খসড়া ভোটার তালিকা ২৩.০৯.২০২৫ তারিখে বিকাল ৩টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওয়েবসাইটে নির্বাচনী তফসিল প্রকাশ করা হলো।
| ১ | খসড়া ভোটার তালিকা প্রকাশ | ২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:০০ টা। | প্রধান নির্বাচন কমিশনার-এর কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, সংশ্লিষ্ট অফিস সমূহের নোটিশ বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ওয়েবসাইট। |
| ২ | খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ | ২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ, বুধবার, আপত্তি গ্রহণঃ সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা। | প্রধান নির্বাচন কমিশনার-এর কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, ঢাকা। |
| ৩ | আপত্তির উপর শুনানী | ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ, বৃহস্পতিবার, সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা। | প্রধান নির্বাচন কমিশনার-এর কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, ঢাকা। |
| ৪ | চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ | ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ, শুক্রবার, বিকাল ৪.০০ টা। | প্রধান নির্বাচন কমিশনার-এর কার্যালয়, ২য় তলা, সংশ্লিষ্ট অফিসসমূহের নোটিশ বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ওয়েবসাইট। |
| ৫ | মনোনয়নপ্ִর বিতরণ | ২৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ, শনিবার, সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা। | রিটার্নিং অফিসারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, ঢাকা থেকে নগদ ১০,০০০/- টাকা মূল্যে সংগ্রহ করা যাবে। |
| ৬ | মনোনয়নপত্র দাখিল | ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ, রবিবার, সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা। | রিটার্নিং অফিসারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, ঢাকা। |
| ৭ | মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ | ২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ, সোমবার, সকাল ১০.০০ টা থেকে বিকাল ৫.০০ টা। | রিটার্নিং অফিসারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, ঢাকা। |
| ৮ | আপিল গ্রহণ ও শুনানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ, মঙ্গলবার, আপিল গ্রহণঃ সকাল ১০.০০ টা থেকে দুপুর ২.০০ টা। শুনানীঃ দুপুর ২.০০ টা থেকে বিকাল ৫.০০ টা। | আপিল কমিশনের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, ঢাকা। |
| ৯ | মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ | ০১ অক্টোবর, ২০২৫ খ্রিঃ, বুধবার, মনোনয়নপত্র প্রত্যাহারঃ সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.০০ টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশঃ বেলা ২.০০ টা। | রিটার্নিং অফিসারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, ঢাকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ওয়েবসাইট-এ প্রকাশ। |
| ১০ | পোস্টাল/ই-ব্যালট রিটার্নিং ওয়েবসাইটে আপলোড (প্রযোজ্য ক্ষেত্রে) | ০১ অক্টোবর, ২০২৫ খ্রিঃ, বুধবার, রাত ৪.০০ টা। যে সকল কাউন্সিলরগণ পোস্টাল/ই-ব্যালটের মাধ্যমে ভোট প্রদানে ইচ্ছুক তাহার কারণ উল্লেখ পূর্বক ০১/১০/২০২৫খ্রিঃ তারিখ বিকাল ৩:০০টার মধ্যে লিখিতভাবে নিম্নস্বাক্ষর কারীর কার্যালয়ে আবেদন পেশ করে bcbec2025@gmail.com-এ জানাবেন। | বিস্তারিত ওয়েবসাইটে www.tigercricket.com.bd অথবা ব্যক্তিগতভাবে ই-মেইলের এর মাধ্যমে ব্যালট পেপার প্রেরণ করা হবে। |
| ১১ | পোস্টাল/ই-ব্যালট গ্রহণ | পোস্টাল/ ই-ব্যালট অবশ্যই ০৬ অক্টোবর, ২০২৫ খ্রিঃ সোমবার দুপুর ২.০০ টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, ঢাকা বরাবর পৌঁছাতে হবে। সকল প্রক্রিয়া সম্পন্ন পূর্বক নির্দিষ্ট ফরমে স্ক্যান করে bcbec2025@gmail.com-এ এ আবেদন প্রেরণ করতে হবে। বিলম্বে প্রাপ্ত কোন পোস্টাল/ ই-ব্যালট কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবেনা। | রিটার্নিং অফিসারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২, ঢাকা। |
| ১২ | নির্বাচন ও ফলাফল প্রকাশ | ০৬ অক্টোবর, ২০২৫ খ্রিঃ, সোমবার, ভোট গ্রহণঃ সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা। অতঃপর ভোট গণনা করে পরিচালক নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশ। চূড়ান্ত ফলাফল প্রকাশঃ সন্ধ্যা ৭.০০ টা। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনঃ সন্ধ্যা ৭:৩০ টা। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল প্রকাশঃ রাত ৯:০০ টা। | কনফারেন্স হল, হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা। |
আরও পড়ুন