Advertisement
  • হোম
  • খেলা
  • গ্যারি স্টিড এখন ভারতের রঞ্জি ট্রফিতে

গ্যারি স্টিড এখন ভারতের রঞ্জি ট্রফিতে

মানবজমিন

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

খুব বেশি দিন বিশ্রামে থাকতে পারলেন না গ্যারি স্টিড। নিউজিল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর এ কিউই কোচ বলেছিলেন, আপাতত বিশ্রাম নেবেন। সেই বিশ্রাম শেষ হয়েছে দ্রুতই। নিউজিল্যান্ডের ইতিহাসের সফলতম কোচ দায়িত্ব এবার নিয়েছেন ভারতের ঘরোয়া ক্রিকেটে। রঞ্জি ট্রফির দল অন্ধ্র প্রদেশের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন স্টিড।

অন্ধ্র প্রদেশের আগের কোচ ভারতের সাবেক পেসার টিনু ইয়োহানান থাকছেন এমআরএফ পেসিং ফাউন্ডেশনে। তাই আপাতত ২০২৫-২৬ মৌসুমের জন্যই দলটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন স্টিড। অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে লেখে, ‘তার (স্টিডের তত্ত্বাবধানে এ মৌসুমে আরও বড় মাইলফলক ও শীর্ষ মানের পারফর্মেন্সের লক্ষ্যে অন্ধ্র ক্রিকেট নতুন যুগে প্রবেশ করছে।’ গত এপ্রিলে নিউজিল্যান্ডের সাদা বলের কোচিংয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৫৩ বছর বয়সী স্টিড। এর দু’মাস পর জানান, তিনি আর লাল বলের হয়েও চুক্তি বাড়াবেন না।

খেলোয়াড়ি জীবনে ব্ল্যাক ক্যাপদের হয়ে স্রেফ পাঁচটি টেস্ট ম্যাচ খেলা স্টিড কোচিং ক্যারিয়ার রাঙিয়েছেন সাফল্যে। তার অধীনেই ২০০৯ ওয়ানডে বিশ্বকাপ ও তার পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে খেলে নিউজিল্যান্ড নারী দল। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটের ঐতিহ্যবাহী আসর প্লাঙ্কেট শিল্ডে ২০১৩ থেকে ২০১৭-এর মধ্যে স্টিডের অধীনেই তিনবার চ্যাম্পিয়ন ও একবার রানার্সআপ হয় ক্যান্টাবুরি। ২০১৮তে নিউজিল্যান্ড ছেলেদের দলের দায়িত্ব নিয়ে এনে দেন দারুণ সব সাফল্য।

এর পরের সময়টা কিউইদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল সময়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের ক্ষতটা হয়তো এখনও মনে করেন স্টিড ও নিউজিল্যান্ড খেলোয়াড়-ভক্ত সবাই। সেবার ইংল্যান্ডের বিপক্ষে স্রেফ বাউন্ডারি কম মারার কারণে শিরোপা খোয়ায় ব্ল্যাক ক্যাপরা। ২০২১-এ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে নিউজিল্যান্ড, যে সময়টি পরিচিত তাদের ক্রিকেট ইতিহাসের সেরা সাফল্য হিসেবে।
এছাড়া, স্টিডের অধীনে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলে কিউইরা। গত বছর ভারতে গিয়ে স্বাগতিকদের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় তুলে নেয় স্টিডের শিষ্যরা।

আরও পড়ুন

Lading . . .