Advertisement

মেসির জাদুকরী ছোঁয়ায় নতুন ইতিহাস

কালবেলা

প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ফুটবল মানেই লিওনেল মেসি। বয়স, সময় কিংবা প্রতিপক্ষ—কিছুই যেন তার জাদুকরী ছোঁয়াকে থামাতে পারে না। সর্বশেষ এলএ গ্যালাক্সির বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমে ক্যারিয়ারের ৮৭৫তম গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। এর মধ্য দিয়ে ইতিহাসের দ্রুততম ও কনিষ্ঠতম ফুটবলার হিসেবে এই অসাধারণ মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি।

সংক্ষিপ্ত চোটের পর মেসি নামলেন মাত্র ৪৫ মিনিট। কিন্তু সেটাই যথেষ্ট ছিল ম্যাচের ভাগ্য নির্ধারণে। একক দৌড়ে প্রতিপক্ষ ডিফেন্স ভেদ করে দুর্দান্ত শটে গোল করেন তিনি। গোলকিপার অসহায়, আর দর্শকদের চোখে ভেসে ওঠে বার্সেলোনার সেই সোনালি সময়—যখন প্রতিটি ছোঁয়ায় তৈরি হতো জাদু। ইন্টার মায়ামি শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হারায় গতবারের এমএলএস চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সিকে।

ক্যারিয়ারের গোলযাত্রা

মেসির যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালের ১ মে, বার্সেলোনার জার্সিতে আলবাসেতের বিপক্ষে। ১৭ বছর বয়সে প্রথম গোল করে ইতিহাস গড়েছিলেন তিনি। সেখান থেকে আজ পর্যন্ত পথচলায় জমা হলো ৮৭৫ গোল ও ৩৮৯ অ্যাসিস্ট—মোট ১,২৬৩ সরাসরি অবদান।

মেসির ক্লাব ও জাতীয় দলের গোলসংখ্যা:

  • বার্সেলোনা: ৬৭২ গোল, ২৬৯ অ্যাসিস্ট, ৭৭৮ ম্যাচ
  • আর্জেন্টিনা: ১১২ গোল, ৫৮ অ্যাসিস্ট, ১৯৩ ম্যাচ
  • পিএসজি: ৩২ গোল, ৩৪ অ্যাসিস্ট, ৭৫ ম্যাচ
  • ইন্টার মায়ামি: ৫৯ গোল, ২৮ অ্যাসিস্ট, ৭১ ম্যাচ

বর্তমানে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো—৯৩৮ গোল নিয়ে। মেসি তার থেকে পিছিয়ে আছেন ৬৩ গোলে।

ইন্টার মায়ামির পরবর্তী চ্যালেঞ্জ লিগস কাপের কোয়ার্টার ফাইনাল, যেখানে তারা মুখোমুখি হবে মেক্সিকান ক্লাব টাইগ্রেসের। আর মেসি? প্রতিটি ম্যাচেই যেন লিখছেন নতুন ইতিহাস।

Lading . . .